Indian Driving License থাকলেই হল, এই সব দেশে গাড়ি চালাতে পারবেন আপনিও!

Driving License: এমন কিছু দেশ রয়েছে যেখানে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স থাকলেই আরামসে আপনি রোড ট্রিপে যেতে পারেন।

Indian Driving License থাকলেই হল, এই সব দেশে গাড়ি চালাতে পারবেন আপনিও!
Image Credit source: Holger Leue/The Image Bank/Getty Images

Jul 13, 2025 | 6:22 PM

আপনি কি ঘুরতে ভালবাসেন? আপনার কি ড্রাইভিং লাইসেন্স রয়েছে? তাহলে আপনার জন্য একটা দারুণ খবর রয়েছে। এমন কিছু দেশ রয়েছে যেখানে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স থাকলেই আরামসে আপনি রোড ট্রিপে যেতে পারেন।

সবুজ উপত্যকা ও হ্রদের দেশ নিউজিল্যান্ডে আপনি কিন্তু ভারতীয় ড্রাইভিং লাইসেন্সেই গাড়ি চালাতে পারেন। তবে ছোট্ট কয়েকটা শর্ত রয়েছে। প্রথমত, আপনার ড্রাইভিং লাইসেন্সে সব ডিটেলস লেখা থাকতে হবে ইংরেজিতে। এ ছাড়াও আপনার বয়স হতে হবে অন্তত ২১ বছর। নাহলে কিন্তু সেখানে গাড়ি চালাতে পারবেন না আপনি।

সিঙ্গাপুরেও ভারতীয় ড্রাইভিং লাইসেন্সে গাড়ি চালানো যায়। তবে শর্ত একটাই লাইসেন্সটি ইংরেজিতে লেখা হতে হবে। অস্ট্রেলিয়াতেও ভারতীয় লাইসেন্স বৈধ। যদিও ওই দেশের নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতেই বৈধ ভারতীয় লাইসেন্স।

এ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, স্কটল্যান্ড বা ওয়েলেসেও ভারতীয় লাইসেন্সে গাড়ি চালাতে পারবেন। তবে, যুক্তরাজ্যে ১ বছর পর্যন্ত ভারতীয় লাইসেন্সে গাড়ি চালানো যায়।

সুইডেন, সুইজারল্যান্ড বা স্পেনেও ভারতীয় লাইসেন্স থাকলে গাড়ি চালানো যায়। তবে, স্পেনের ক্ষেত্রে রেসিডেন্ট রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।