নয়া দিল্লি: সচ্ছল জীবন ও জীবনযাত্রার মানোন্নয়নের জন্যই চাকরি করেন সকলে। কিন্তু অযথা খরচের কারণে অনেকেই টাকা সঞ্চয় করতে পারেন না। এর প্রভাব পড়ে ভবিষ্যৎ জীবনে। আর্থিক সঞ্চয় না থাকার কারণে অবসরের পর সমস্যায় পড়তে হয়। শুধুমাত্র বড় শহরেই নয়, ছোট ছোট শহরে যারা বসবাস করেন, তাদেরও ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের প্রয়োজন রয়েছে। আর সঞ্চয়ের ক্ষেত্রে অন্যতম উপায় হল আর্থিক বিনিয়োগ। যত কম বয়সে বিনিয়োগ শুরু করা যায়, তত বেশি আর্থিক লাভ পাওয়া যায়। একইভাবে কোনও খাতে বিনিয়োগ করলে সর্বাধিক ও নিশ্চিত রিটার্ন পাওয়া যায়, তাও জানা প্রয়োজন।
সুরক্ষিত বিনিয়োগ ও বড় আর্থিক লাভ পেতে পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা শ্রেয়। সামান্য টাকা রেখেই বিনিয়োগ প্রকল্পের মেয়াদ শেষে মোটা অঙ্কের রিটার্ন পেতে পারেন। এমনই এক প্রকল্প হল গ্রাম সুরক্ষা যোজনা। এই প্রকল্পে বিনিয়োগ করলে কী কী লাভ পাওয়া যায়, তা জেনে নিন-
পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনায় প্রতি মাসে যদি ১৫০০ টাকা রাখেন, তবে প্রকল্পের মেয়াদ শেষে ৩১ থেকে ৩৫ লক্ষ টাকা পাওয়া যেতে পারে।
যদি আপনি ১৯ বছর বয়স থেকে এই প্রকল্পে বিনিয়োগ করতে শুরু করেন এবং ১০ লক্ষ টাকার পলিসিতে বিনিয়োগ করেন, তবে আপনার মাসিক বিনিয়োগের অঙ্ক হবে ১৫১৫। ৫৫ বছর অবধি আপনি এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। যদি মাসিক ১৪৬৩ টাকা করে প্রতি মাসে বিনিয়োগ করেন, তবে ৫৮ বছর অবধি আপনাকে এই খাতে বিনিয়োগ করতে হবে। মাসিক ১৫০০ টাকা বিনিয়োগে ৫৫ বছর টাকা জমা রাখলে, প্রকল্পের মেয়াদ শেষে ৩১.৬০ লক্ষ টাকা পেতে পারেন। ৫৮ বছরের জন্য বিনিয়োগ করলে আপনি রিটার্ন পাবেন ৩৩.৪০ লক্ষ টাকা। যদি ৬০ বছরের জন্য বিনিয়োগ করেন, তবে ৩৪.৬০ লক্ষ টাকা রিটার্ন পাবেন।