Mutual Fund: অল্প বিনিয়োগে বিশাল লাভ ঘরে তুলতে চাইছেন? SBI এর মিউচুয়াল ফান্ডগুলির রেকর্ড কিন্তু অবাক করতে পারে
Mutual Fund: সংস্থার একাধিক ফান্ড গত পাঁচ বছরে ভাল পারফর্ম করেছে। কিছু ফান্ড বিনিয়োগকারীদের তহবিল প্রায় তিন গুণ বাড়িয়েছে। ২০ হাজার টাকার এসআইপি পাঁচ বছরের ব্যবধানে ৩৩ লাখে পৌঁছে গিয়েছে।
কলকাতা: শেয়ার বাজারের পাশাপাশি বর্তমানে মিউচচুয়াল ফান্ডের দিকেও ঝুঁকছেন দেশ তথা রাজ্যের একটা বড় অংশের মানুষ। কেউ করছেন এককালীন বিনিয়োগ, কেউ আবার চাইছেন SIP. কিন্তু, কোন ফান্ডে বিনিয়োগ করলে ভরাডুবির সুযোগ কম, কোন ফান্ডে বিনিয়োগ করলে অচিরেই বড় লাভ আসতে পারে তা নিয়ে ধোঁয়াশা দেখা যায় অনেকের মনেই। কিন্তু, এখন এমন কিছু ফান্ড নিয়ে কথা হবে যেগুলি গত পাঁচ বছরে সেরা রিটার্ন দিতে সফল হয়েছে। কথা হচ্ছে এসবিআইয়ের মিউচুয়াল ফান্ডগুলি নিয়ে। যা গত পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে। সংস্থার একাধিক ফান্ড গত পাঁচ বছরে ভাল পারফর্ম করেছে। কিছু ফান্ড বিনিয়োগকারীদের তহবিল প্রায় তিন গুণ বাড়িয়েছে। ২০ হাজার টাকার এসআইপি পাঁচ বছরের ব্যবধানে ৩৩ লাখে পৌঁছে গিয়েছে।
SBI থিম্যাটিক ইক্যুইটি ফান্ড গত পাঁচ বছরে ৪২.৪৮ শতাংশ SIP রিটার্ন সহ সেরা মিউচুয়াল ফান্ড হিসাবে উঠে এসেছে। ২০ হাজার টাকার SIP বা ১২ লক্ষ টাকার মোট বিনিয়োগ পাঁচ বছরে ৩৩.৫০ লক্ষ টাকায় পরিণত হয়েছে। এর পোর্টফোলিওতে রয়েছে এসবিআই, পাওয়ার গ্রিড, এনটিপিসি এবং কোল ইন্ডিয়ার মতো স্টক।
অন্যদিকে চর্চায় রয়েছে আরও একটি ফান্ড। এসবিআই-এর কনট্রা ফান্ড। যা পাঁচ বছরে ৩৬.৫৪ শতাংশ বার্ষিক এসআইপি রিটার্ন দিয়েছে। ২০ হাজার টাকার একটি এসআইপি পাঁচ বছরে ২৯.১৩ লক্ষ টাকায় পরিণত হয়েছে। এর পোর্টফোলিতে প্রধান স্টকের তালিকায় রয়েছে নিফটি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই। সংস্থার আরও এমন কিছু ফান্ড রয়েছে যেগুলি পাঁচ বছরে ৩৩.২৫ শতাংশ পর্যন্তও বার্ষিক এসআইপি রিটার্ন দিয়েছে। দেখা গিয়েছে ২০ হাজার টাকার একটি SIP পাঁচ বছরের মেয়াদে ২৭.০৭ লক্ষ টাকায় পরিণত হয়েছে।
বিঃ দ্রঃ – শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।