Car Insurance: গরুর গুঁতোয় গাড়ি ভাঙলে আপনাকে ক্ষতিপূরণ দেবে বীমা সংস্থা?
Car Insurance: কিন্তু ভেবেছেন কি, এই গরু-মোষের কারণে আপনার সখের কিংবা উপার্জনের একমাত্র পথ গাড়িতে ক্ষতি হয়ে গেলে কী হবে? ক্ষতিপূরণ কি দেবে বীমা কোম্পানি?

কলকাতা: শহরের রাস্তা-ঘাটে বিশেষ ঘটে না ঠিকই। কিন্তু শহর পেরিয়ে শহরতলিতে ঢুকলেই রাস্তাঘাটের গরু চড়ে বেড়ানো বাংলা তথা গোটা দেশে খুবই স্বাভাবিক। কিন্তু ভেবেছেন কি, এই গরু-মোষের কারণে আপনার সখের কিংবা উপার্জনের একমাত্র পথ গাড়িতে ক্ষতি হয়ে গেলে কী হবে? ক্ষতিপূরণ কি দেবে বীমা কোম্পানি?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি আপনি কোনও থার্ড পার্টি গাড়ির বীমা নিয়ে থাকেন, সেক্ষেত্রে এমন ঘটনার ক্ষতিপূরণ তারা দেবে না। কিন্তু যদি একটু বুদ্ধি করে কোনও কম্প্রিহেনসিভ পলিসি নিয়ে থাকেন সেক্ষেত্রে টাকা পাওয়ার সম্ভবনা অনেকটাই বেড়ে যায়।
কী এই কম্প্রিহেনসিভ পলিসি? (Comprehensive Insurance Policy )
যা আপনার গাড়ির সঙ্গে ঘটা দুর্ঘটনা, চুরি সমস্ত ক্ষেত্রে আপনাকে ক্ষতিপূরণ প্রদান করবে তাকেই বলে কম্প্রিহেনসিভ পলিসি। গাড়ির সঙ্গে ঘটা যে কোনও প্রকার দুর্ঘটনায় মালিকদের আস্থার জায়গা এই পলিসি।
তবে এই থার্ড পার্টি বীমাই বা কী? এটার ভরসায় থাকলে কেন অসুবিধায় পড়তে পারেন চালকরা? ওয়াকিবহাল মহলের মতে, থার্ড পার্টি বীমা হল এমন এক ধরনের বীমা, যেখানে চালক কোনও দুর্ঘটনা ঘটালে তার ক্ষতিপূরণ তাঁকে না দিয়ে দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিকে দেওয়া হয়। ধরে নিন, আপনি গাড়ি নিয়ে অন্য একজনের গাড়িতে মেরেছেন। সেক্ষেত্রে দু’জনের গাড়িরই ক্ষতি হয়েছে। কিন্তু আপনার পরিবর্তে, আপনি যার গাড়িতে ধাক্কা মেরেছেন ক্ষতিপূরণ তাকে দেওয়া হবে।

