ঋণের জন্য ব্যাঙ্কে ব্যাঙ্কে আর ঘুরতে হবে না। এবার হোয়াটসঅ্যাপেই মিলবে ঋণ। হ্য়াঁ! এতটাই সহজ এখন ঋণ পাওয়া। আইআইএফএল ফিন্যান্স সম্প্রতি ঘোষণা করেছে, হোয়াটসঅ্য়াপেই ব্যবসায়িক ঋণ দেবে এই সংস্থা। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। সবথেকে চমকপ্রদ বিষয় হল, মুহূর্তেই এই ঋণের আবেদন মঞ্জুর করা হবে।
আইআইএফএল ফিন্যান্সের এই অভিনব উদ্যোগে ক্ষুদ্র, মাঝারি ও ছোটো শিল্প খাতে বড় সুযোগ নিয়ে আসল। ঋণের আবেদন থেকে শুরু করে টাকার লেনদেন, সবটাই ডিজিটাল পদ্ধতিতে হয়ে থাকে। দেশে বর্তমানে প্রায় ৪৫ কোটি মানুষ হোয়াটসঅ্য়াপ ব্যবহারকারীর কাছে আইআইএফএল ফিন্যান্সের এই উদ্যোগ অনেকটাই সুবিধাজনক হয়েছে। এখন তাঁরা দিনের যেকোনও সময় এই সংস্থা থেকে হোয়াটসঅ্য়াপেই ঋণ পেতে পারেন। প্রসঙ্গত, ভারতের বৃহত্তম খুচরো এনবিএফসিগুলির মধ্যে একটি হল আইআইএফএল ফিন্যান্সে। দেশ জুড়ে ১ কোটিরও বেশি গ্রাহক রয়েছে এই সংস্থার। এইসব গ্রাহকরা বেশিরভাগই ব্যাঙ্কের সঙ্গে যুক্ত নয়। সেইসব ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পকে ঋণ দিয়ে থাকে আইআইএফএল ফিন্যান্স।
কীভাবে পাবেন হোয়াটসঅ্য়াপে লোন?
আইআইএফএল ফিন্যান্সের এই ঋণের সুবিধা পেতে এআই-বটের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যদি আপনার আবেদনটি সমস্ত প্রয়োজনীয় বিবরণের সঙ্গে মিলে যায় তবে আপনি অল্প সময়ের মধ্যে আপনার ঋণে অনুমোদন পেয়ে যাবেন। এই ঋণের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ পেপারলেস। প্রথমে ৯০১৯৭০২১৮৪ এই নম্বরে প্রথমে “Hi” লিখে পাঠান। আইআইএফএল ফাইন্যান্সের বিজনেস হেড ভরত আগরওয়াল ের মতে, এই উদ্যোগটি ছোট ব্যবসায়ীদের দিকে বেশি মনোনিবেশ করে, হোয়াটসঅ্যাপে একটি সাধারণ কাগজবিহীন অফারের মাধ্যমে ঋণ আবেদন এবং বিতরণের জটিল যাত্রাকে সহজ করে তোলে।
আইআইএফএল ফিন্যান্সের বিজনেস হেড ভরত আগরওয়ালের মতে, দেশের ছোটো ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঋণের আবেদনের জটিল প্রক্রিয়াকে সহজতর করেছে এই অফার।