বেঙ্গালুরু: অফিস হোক বা দূরে অন্য কোথাও, ট্যাক্সি বা ক্য়াবেই ভরসা রাখেন অনেকে। আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেখানেও এসেছে পরিবর্তন। রাস্তায় বা স্ট্যান্ডে দাঁড়িয়ে ট্যাক্সির অপেক্ষা করার ক্ষেত্রে অনলাইনে ক্যাব বুক করতেই স্বাচ্ছন্দ্য় বোধ করেন অধিকাংশ। তবে অনেক সময়ই দেখা যায়, এমনি ট্যাক্সি ও অনলাইনে বুক করা ক্যাবের ভাড়ায় বিস্তর তফাত। আবার ভিড় বেশি থাকলে বা উৎসবের মরশুমে ক্যাব-ট্যাক্সি অতিরিক্ত ভাড়া নেয়। ট্যাক্সি চালকদের এই ‘জুলুমবাজি’র দিন শেষ। সরকার ভাড়া বেঁধে দিল সমস্ত ট্যাক্সি-ক্যাবের। অনলাইন ও অফলাইন- দুই ক্ষেত্রেই চালকদের এই ভাড়া মেনেই চলতে হবে। যাত্রীদের সুবিধা ও অতিরিক্ত ভাড়ায় লাগাম টানতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
রবিবার কর্নাটক সরকারের তরফে ক্যাব-ট্যাক্সির ক্ষেত্রে নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়। ওলা-উবারের মতো অ্যাপ ভিত্তিক ক্যাব থেকে শুরু করে শহরে চলা এমনি ট্যাক্সি- সকলকেই এই নির্দিষ্ট ভাড়া মেনেই গাড়ি চালাতে হবে। ট্যাক্সি বা ক্যাবগুলিকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। তার উপরে ভিত্তি করেই ট্যাক্সির ভাড়া নির্ধারণ করা হয়েছে।
নতুন নিয়মে সাফ জানানো হয়েছে, অ্যাপ ভিত্তিক ক্যাবগুলি সারচার্জ বা অতিরিক্ত ভাড়া নিতে পারবে না। মূলত অফিস টাইমে বা উৎসবের দিনগুলিতে অ্যাপ ক্য়াবগুলি অতিরিক্ত ভাড়া চার্জ করত। তবে এখন প্রবণতা এমন দাঁড়িয়ে গিয়েছে যে ছিঁটে-ফোটা বৃষ্টি পড়লেও অতিরিক্ত ভাড়া নেয় ক্যাব। তাদের দেখাদেখি সাধারণ ট্যাক্সিগুলিও বেশি ভাড়া চায়।
জানা গিয়েছে, আগে ৪ কিলোমিটার পথ অতিক্রম করতে ভাড়া পড়ত ৭৫ টাকা। সরকারের তরফে এবার সেই ভাড়া বাড়িয়ে ১০০ টাকা করে দেওয়া হল। ফলে এতে যাত্রীদের খরচ কমল বই বাড়ল। তবে অতিরিক্ত চার্জের যে সমস্যা ছিল, তা অনেকটাই নির্মূল হবে।