
আয়কর রিটার্ন ফাইল করেছেন? আয়কর রিটার্ন ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই। যদিও এই সময়সীমা বাড়িয়েছে আয়কর বিভাগ। এর ফলে কারও দেরি হলেও, ১৫ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করলেই হল। আর এতে অনেকেই আরও একটু বেশি সময়ও পাবেন।
কিন্তু এই বছর আয়কর পোর্টালে একটা পরিবর্তন হয়েছে। আয়কর বিভাগের পোর্টালে ই-ফাইলিং অপশনে ‘ই-পে ট্যাক্স’ পরিষেবার ব্যাঙ্কের সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন এই তালিকায় রয়েছে মোট ৩১টি ব্যাঙ্ক। যা করদাতাদের কর জমা করতে অনেক বেশি সুবিধা দেবে।
এই সুবিধা এসে যাওয়ায় করদাতারা পোর্টালে লগইন করে নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে এই তালিকার মধ্যে থাকা ব্যাঙ্ক থেকে সহজেই কর জমা করতে পারবেন। মূলত ডিজিটাল ইন্ডিয়ার অংশ হিসাবে কর পরিশোধের এই ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করে তুলতে চাইছে সরকার।