
১৮ বছরের অপেক্ষার অবসান। অবশেষে সিলমোহর পড়ল ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যের মুক্ত বাণিজ্য চুক্তিতে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন এই চুক্তিকে বলছেন ‘মাদার অফ অল ডিলস’। এই চুক্তির কারণে একদিকে যেমন দরজা খুলবে ভারতীয় রফতানির। তেমনই দেশের বাজারেও অনেকটা সস্তা হয়ে যাবে ইউরোপীয় পণ্য।
সবচেয়ে বড় সুখবর হবে সেই সব ব্যক্তিদের জন্য যাঁরা আগামীতে লাক্সারি গাড়ি কিনবেন বলে ভেবেছেন। কারণ দাম কমবে এই ধরনের গাড়ির। মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ ও অডির মতো গাড়িতে এতদিন আমদানি শুল্ক ছিল ১০০ শতাংশের বেশি। নতুন চুক্তিতে ১৫ হাজার ইউরোর বেশি দামের গাড়িতে শুল্ক কমে হবে ৪০ শতাংশ। যা আগামীতে গিয়ে দাঁড়াবে ১০ শতাংশে। ফলে, এই ধরনের গাড়ির দাম কমতে পারে কয়েক লক্ষ টাকা। তবে, ভারতের অটোমোবাইল শিল্পকে বাঁচাতেও পদক্ষেপ করা হয়েছে এখানে। ২৫ লক্ষ টাকার কমের গাড়ি ইউরোপ থেকে আমদানি করা যাবে না। সেই সব গাড়ি তৈরি তৈরি করতে হবে ভারতের মাটিতেই।
সুরা প্রেমীদের জন্য আরও ভাল খবর। ফ্রান্স, ইটালি বা স্পেন থেকে আমদানি করা সুরায় বর্তমানে শুল্ক ছিল ১৫০ শতাংশ। যা ধাপে ধাপে কমতে কমতে নামবে ২০ শতাংশে। এতে একাধিক মদের দাম কমবে। যদিও যে সব ওয়াইনের মূল্য ২.৫ ইউরোর কম, সেখানে কোনও ছাড় দেওয়া হয়নি। এর কারণ হল দেশীয় বাজারকে সুরক্ষিত রাখা।