
কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে ‘নাম্বিও সেফটি ইনডেক্স’। আর সেই সূচকে পৃথিবীর নিরাপদ দেশের তালিকায় ৬৬তম স্থানে রয়েছে ভারত। ভারতের ঠিক আগেই রয়েছে আমাদেরই প্রতিবেশী দেশ পাকিস্তান। এই তালিকায় প্রথম ৫-এ রয়েছে ৪টি এশিয় দেশ। আর পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ ইউরোপের অ্যান্ডোরা।
‘নাম্বিও সেফটি ইনডেক্স’ অনুযায়ী অ্যান্ডোরার পরই রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, তাইওয়ান ও ওমান। এই তালিকায় উপরের দিকে থাকা দেশগুলোর অপরাধের হার সবচেয়ে কম। এ ছাড়াও শক্তিশালী নিরাপত্তা পরিকাঠামোও রয়েছে এই দেশগুলোয়। আমাদের প্রতিবেশী দেশের মধ্যে শ্রীলঙ্কা রয়েছে ৫৯তম স্থানে। পাকিস্তান রয়েছে ৬৫ তম স্থানে ও বাংলাদেশ রয়েছে ১২৬তম স্থানে।
এই তালিকায় ৬৬তে থাকা ভারতের পিছনে ৮৭তম স্থানে রয়েছে ব্রিটেন। ৮৯তম স্থানে রয়েছে আমেরিকা। এই সূচক সাধারণত ব্যবহারকারীদের দেওয়া তথ্যের উপর নির্ভর করে তৈরি হয়। ফলে, সরকারি পরিসংখ্যানের সঙ্গে এই সূচকে থাকা তথ্যের বেশ কিছু পার্থক্য থাকতে পারে।
এই তালিকায় একেবারে শেষে ১৪৮তম স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা। তার আগে ১৪৪তম স্থানে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ আফগানিস্তান। সিরিয়া রয়েছে ১৪০তম স্থানে।