
পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্পে টাকা রাখেন অনেকেই। তবে, পোস্ট অফিসের প্রকল্পে টাকা রাখলে তা ম্যাচিওর হওয়ার পর অনেক ঝক্কি পোহাতে হয় সঞ্চয়কারীকে। আর সেই সমস্যার সমাধানের জন্যই নয়া এক ব্যবস্থা নিয়ে এল ভারতীয় ডাক।
বিভিন্ন পোস্ট অফিসের বহিরঙ্গে চাকচিক্য এসেছে। যদিও অনেক পোস্ট অফিস এখনও রয়েছে সেই ৪০ বছর আগের মতোই। ফলে, পোস্ট অফিসের বাইরে এখনও মানুষের লম্বা লাইন দেখা যায়। আর এবার, সঞ্চয় প্রকল্পের টাকা মানুষের কাছে সহজে পৌঁছে দিতে ইলেকট্রনিক ক্লিয়ারেন্স সার্ভিস (ECS) চালু করল ভারতীয় ডাক।
ভারতীয় ডাক জানিয়েছে, নয়া এই প্রযুক্তি চালু হলে পোস্ট অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে টাকা তুলে তা আবার ব্যাঙ্কে জমা করতে হবে না। পোস্ট অফিস থেকে নিজে নিজেই টাকা পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তার জন্য ECS-এর ফর্ম ফিলআপ করতে হবে। একই সঙ্গে লিঙ্ক করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
নতুন এই পদ্ধতির কারণে গ্রাহকদের লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে হবে না। ফলে, অনেকটা সময় বাঁচবে মানুষের। সূত্র বলছে, দেশের বেশ কিছু পোস্ট অফিসে ইতিমধ্যেই পাইলট প্রজেক্ট হিসাবে এই পদ্ধতি চালু হয়ে গিয়েছে। আর, খুবই তাড়াতাড়ি দেশের সব পোস্ট অফিসেই এই প্রযুক্তি চালু করা হবে।