AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Satellite Data Plans: এবার মহাকাশ থেকে আসবে আনলিমিটেড ইন্টারনেট, ভারতে কতটা সস্তায় শুরু হবে এই পরিষেবা?

Satellite Data Plans: কিন্তু তারা ভারতে এলে, কৃত্রিম উপগ্রহ মাধ্যমে ইন্টারনেট পাঠাতে কত খরচ হবে? বা বলে চলে, কত গ্যাঁটের কড়ি খরচ হলে কৃত্রিম উপগ্রহ থেকে ইন্টারনেট টানা যাবে?

Satellite Data Plans: এবার মহাকাশ থেকে আসবে আনলিমিটেড ইন্টারনেট, ভারতে কতটা সস্তায় শুরু হবে এই পরিষেবা?
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: May 24, 2025 | 4:15 PM
Share

কলকাতা: কোথাও গেলে ফোনে টাওয়ার ধরছে, কোথাও আবার ধরছে না। চিরাচরিত এই সমস্যা থেকে অবশেষে মিলবে মুক্তি। সরাসরি মহাকাশ হয়ে আসবে ইন্টারনেট। যুগান্তকারী ব্যবস্থা শুরু হতে চলেছে ভারতে।

বর্তমানে স্টারলিঙ্কের মতোই স্যাটালাইট কমিউনিকেশন ফার্মসগুলি বিশ্বজুড়ে এই পরিষেবা প্রদান করে থাকে। এবার তারা পা রাখতে চলেছে ভারতে। স্টারলিঙ্কের আগমন যে এই দেশে খুব শীঘ্রই হবে, তা অবশ্যম্ভাবী। ইঙ্গিত দিয়েছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রীরাও।

কিন্তু তারা ভারতে এলে, কৃত্রিম উপগ্রহ মাধ্যমে ইন্টারনেট পাঠাতে কত খরচ হবে? বা বলে চলে, কত গ্যাঁটের কড়ি খরচ হলে কৃত্রিম উপগ্রহ থেকে ইন্টারনেট টানা যাবে? এই প্রসঙ্গে ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, সাধারণ ডেটা প্ল্যানের দরেই বিক্রি হবে উপগ্রহ ভিত্তিক ডেটা প্ল্যানগুলি। অনুমান, স্টারলিঙ্কের ইন্টারনেট পাওয়া যাবে দশ মার্কিন ডলারেরও কমে বা ভারতীয় মুদ্রায় ৮৪০ টাকায়।

ভারতে আসার সঙ্গে সঙ্গে যাতে তার টেলিকম বাজার দখল করা সম্ভব হয়, সেই উদ্দেশ্যকে সফল করতেই সস্তায় ইন্টারনেট পরিষেবা প্রদানের পথে নেমেছে স্টারলিঙ্ক। তবে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI শহর ও শহরতলিতে গ্রাহকদের ইন্টারনেট পরিষেবা প্রদান করার জন্য সংস্থাকে মাসিক ৫০০ টাকার প্ল্যান তৈরির সুপারিশ করেছে।

কিন্তু কবে আসছে স্টারলিঙ্ক?

উল্লেখ্য, দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে সম্প্রতি সংবাদসংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদন অনুযায়ী, প্রায় শেষ ধাপে পৌঁছে গিয়েছে কেন্দ্র ও ইলন মাস্কের সংস্থার আলোচনা। আর সেই সূত্র ধরেই কেন্দ্রের তরফে জারি হয়েছে একটি ‘লেটার অব ইনটেন্ট’। জানা গিয়েছে, মাস্কের সংস্থার সঙ্গেই অম্বানির তৈরি জিও স্যাটালাইট কমিউনিকেশনের জন্যও একটি লেটার জারি করা হয়েছে।