Indian Air Defence System: তৈরি হচ্ছে নতুন সিস্টেম, এবার রাশিয়ার S-400-কে টেক্কা দেবে ভারতের নয়া ডিফেন্স সিস্টেম!
Indian Armed Force: প্রজেক্ট কুশা-র অধীনে নিজের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাইছে ভারত। এই প্রকল্পের অধীনে মূল লক্ষ্য হল বিদেশ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম না কিনে দেশের মধ্যেই দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা মিসাইল তৈরি করা। আর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এই ব্যবস্থা রাশিয়ার এস-৪০০ সমতুল্য বা তার থেকেও উন্নত হবে।

দেশের এয়ার ডিফেন্স সিস্টেম এবার নিজের হাতেই তৈরি করতে চাইছে ভারত। ইতিমধ্যেই এই ‘আয়রন ডোম’ তৈরির জন্য আকাশের মতো মিসাইল তৈরি করেছে ভারত। আর এবার প্রজেক্ট কুশা-র অধীনে নিজের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাইছে ভারত। এই প্রকল্পের অধীনে মূল লক্ষ্য হল বিদেশ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম না কিনে দেশের মধ্যেই দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা মিসাইল তৈরি করা। আর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এই ব্যবস্থা রাশিয়ার এস-৪০০ সমতুল্য বা তার থেকেও উন্নত হবে।
আকাশ রক্ষায় তিন স্তরের ঢাল
নতুন এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হবে প্রজেক্ট কুশার অধীনে। আর এর মধ্যে থাকবে ৩টে ইন্টারসেপ্টার মিসাইল; এম১, এম২ ও এম৩। আর এই ৩ মিসাইল মিলেই তৈরি করবে এয়ার ডিফেন্সের শিল্ডের একটি স্তর। শত্রু যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল বা ড্রোনের মতো অস্ত্রকে আকাশেই ধ্বংস করে দেওয়াই লক্ষ্য এই সিস্টেমের।
প্রথম স্তরে থাকবে এম১ মিসাইল। এর পাল্লা ১৫০ কিলোমিটার। যা কি না বর্তমানে ব্যবহৃত একাধিক মাঝারি পাল্লার এয়ার ডিফেন্স মিসাইলে থেকেও বেশি। ফলে, অনেক আগেই শত্রুকে ধ্বংস করে ফেলা যাবে।
পরবর্তী স্তরে থাকবে এম২ মিসাইল। যা আরও শক্তিশালী। এর পাল্লা হবে ২৫০ কিলোমিটারের আশেপাশে। অনেক বেশি উচ্চতায় দ্রুত গতিতে উড়তে থাকা বস্তকে আঘাত হানতে ভরসা হবে এই মিসাইলই।
আর সবচেয়ে উন্নত এম৩ ইন্টারসেপ্টারের পাল্লা ৩৫০ কিলোমিটার। তবে, আগামীতে এর পাল্লা যাতে বৃদ্ধি পেয়ে ৪০০ কিলোমিটার হতে পারে, সেই কাজ চলছে। এই কাজ সফল হলে শত্রু আকাশসীমার মধ্যে গিয়েও আঘাত করতে পারে ভারত। এম৩-এর প্রথম পরীক্ষা হতে পারে ২০২৮ সালের মধ্যে।
