
ভারতীয় সেনায় এবার শুরু হতে চলেছে এক নতুন যুগ। এবার সৌরশক্তি চলিত ড্রোন দেখতে পাবে ভারতীয় সেনা। বেঙ্গালুরু ভিত্তিক একটি স্টার্টআপ সংস্থা নিউস্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিসের তৈরি মিডিয়াম অল্টিটিউড পারসিস্টেন্ট সার্ভেইল্যান্স সিস্টেম বা MAPSS কেনার সিদ্ধান্ত নিয়েছে সেনা। আর এই প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রকের ইনোভেশন ফর ডিফেন্স এক্সসেলেন্স কর্মসূচির আওতায়।
মিডিয়াম অল্টিটিউড পারসিস্টেন্ট সার্ভেইল্যান্স সিস্টেম আসলে একটি সৌরবিদ্যুত চালিত ড্রোন। এই ড্রোন সূর্যের আলোর নীচে টানা অনেকদিন, অর্থাৎ কয়েকদিন থেকে কয়েকমাস পর্যন্ত উড়তে পারে। হিসাব বলছে এই ড্রোনের ওড়ার ক্ষমতা রয়েছে ৫ থেকে ২০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত। আর এর পিছনে সবচেয়ে বড় কারণ হল এই ড্রোনের সৌরশক্তির ব্যবহার। ফলে, স্বয়ংক্রিয়ভাবেই এই ড্রোনে চার্জ হয়ে যায়। এর ফলে, বিশেষত সীমান্ত এলাকায় দিনে ও রাতে নিরবিচ্ছিন্ন নজরদারি চালানো সম্ভবও হয়। এই ড্রোন রিয়েলটাইম ছবি ও তথ্য পাঠাতে পারে যা অনুপ্রবেশ, চোরাচালান সহ প্রায় সব ধরণের অপরাধ আটতে দিতে পারে। এ ছাড়াও এই ড্রোন যেহেতু অনেক বেশি উচ্চতায় উড়তে পারে, সেই কারণে এই ড্রোন সিয়াচেন বা লাদাখের মতো সংবেদনশীল এলাকায় পাহারা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হয়ে উঠতে পারে।
প্রচলিত ব্যাটারি চালিত ড্রোন বা অপটিক ফাইবার যুক্ত ড্রোনের থেকে এই ড্রোন অনেক স্বাধীন ভাবে কাজ করতে পারে। এ ছাড়াও এই ড্রোন থেকে শব্দ কম উৎপন্ন হয়। ফলে, অনায়াসে এই ড্রোন শত্রুর নজর এড়িয়ে যেতে পারে। মিডিয়াম অল্টিটিউড পারসিস্টেন্ট সার্ভেইল্যান্স সিস্টেম ভারতীয় সেনার প্রজেক্ট শক্তিবানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এই প্রকল্পের আওতায় সেনা ১৫ থেকে ২০টি বিশেষ ড্রোন নিয়ে একটি রেজিমেন্ট তৈরি করতে চাইছে। যে রেজিমেন্ট নজরদারি, নির্ভুল হামলা ও ডিজিটাল যুদ্ধকৌশলের দিকে নজর দেবে। মনে করা হচ্ছে, এই পদক্ষেপের কারণে ভারতীয় সেনা সীমান্তের সংবেদনশীল এলাকাগুলোয় আরও শক্তিশালী হয়ে উঠবে।