
কিছুদিন আগেই জানা গিয়েছিল দেশের সড়ক ও রাজপথ মন্ত্রক এমন কিছু আইন আনতে চলেছে যাতে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সব বাইকের ক্ষেত্রে এবিএস বা অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম ম্যান্ডেটরি হয়। দেশের ক্রমবর্ধমান বাইক দুর্ঘটনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। আর এবার বাইক নির্মাতারা এই বিষয়ে বেশ চাপে পড়েছে। জানা গিয়েছে, তারা নাকি কেন্দ্রের কাছে এই বিষয়ে আবেদনও করতে চলেছে।
বাইক নির্মাতারা জানিয়েছে, কেন্দ্র যদি এই ধরনের আইন নিয়ে আসে তাহলে তারা বিরাট সমস্যায় পড়বে। কারণ, এই নিয়ম এলে আগামী কয়েক মাসের মধ্যে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম তৈরি বাড়াতে হবে প্রায় ৬ গুণ। আর মাত্র ৫ মাসে এই কাজ করা এক প্রকার অসম্ভব। আর সেই কারণেই তারা চাইছে এমন আইন আসার আগে তাদের আরও একটু সময় দেওয়া হোক।
একটি সমীক্ষা অনুযায়ী, দেশে বর্তমানে চলা প্রায় ১ কোটি ২২ লক্ষ দ্বিচক্রযানের মধ্যে মাত্র ২৩ শতাংশ গাড়িতেই এবিএস রয়েছে। ১২৫ সিসির নীচে থাকা গাড়িগুলোয় এবিএস না থাকলে কম্বি ব্রেক বা সিবিএস রয়েছে। আর দেশের কোনও বাইক নির্মাতারই সেই ক্ষমতা নেই যে আগামী ৫ মাসের মধ্যে তাদের সব মডেলের গাড়িতে এবিএস লাগিয়ে ফেলার। এ ছাড়াও এবিএস লাগালে বাড়বে গাড়ির দামও। তথ্য বলছে, এবিএস লাগানোর ফলে গাড়ির দাম বাড়তে পারে ৪ থেকে ১০ শতাংশ পর্যন্ত। আর এই সব তথ্য নিয়েই কেন্দ্রের কাছে আবেদন করেছে বাইক প্রস্তুতকারক সংস্থাগুলো।