
কলকাতা: রাষ্ট্রপুঞ্জ বলছে ভারতের জিডিপি আরও বাড়বে। সদ্য প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস ২০২৬’ রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে ভারতের জিডিপি ৬.৬ শতাংশ হারে বৃদ্ধি পাবে, যা আগের পূর্বাভাস ৬.৪ শতাংশের চেয়ে বেশি। এমনকি ২০২৭ সালের জন্য এই হার ৬.৭ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরোত্তর চাহিদা বৃদ্ধি এবং বর্ধিত সরকারি ব্যয়ের ওপর ভিত্তি করে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশগুলির মধ্যে নিজের অবস্থান ধরে রাখবে বলেই মনে করা হচ্ছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, আয়কর হ্রাস, জিএসটি সরলীকরণ এবং সুদের হার কমানোর মতো সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তগুলির উপর ভর করে আগামী দিনে অর্থনীতির চাকা দ্রুত গতিতে ঘুরবে। একইসঙ্গে ডিজিটাল পরিকাঠামো, প্রতিরক্ষা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিতে সরকারি ব্যয় বৃদ্ধির ফলে বিনিয়োগও আরও জোরদার হয়েছে। গ্লোবাল ইলেকট্রনিক্স সাপ্লাই চেনেও ভারত নিজের অবস্থান শক্ত করেছে। এই আবহে ২০২৬ সালে ভারতে মুদ্রাস্ফীতি ৪.১ শতাংশে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে।
আমেরিকা ভারতের উপর বড় অঙ্কের শুল্ক আরোপ করা সত্ত্বেও, ইউরোপ এবং পশ্চিম এশিয়ার বাজার থেকে আসা জোরালো চাহিদার কারণে ভারতীয় রফতানিতে এর নেতিবাচক প্রভাব অনেকটাই কাটানো সম্ভব হবে বলে মনে করছে রাষ্ট্রপুঞ্জ। যদিও ভারতের মোট রফতানির ১৮ শতাংশই আমেরিকায় যায়, তবুও অভ্যন্তরীণ ও অন্যান্য বাজারের চাহিদা এই ধাক্কা সামাল দিতে সক্ষম হবে। দক্ষিণ এশিয়ায় সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী থাকলেও ২০২৬ সালে এই অঞ্চলের প্রবৃদ্ধি কিছুটা কমে ৫.৬ শতাংশ হতে পারে। ২০২৭ সালে তা ৫.৯ শতাংশে পৌঁছে যেতে পারে।