
১২ জানুয়ারি সকাল সকাল এক ধাক্কায় পড়েছিল ভারতীয় বাজার। দুপুর ১২টার ঠিক আগেই নিফটি ৫০ পড়ে যায় প্রায় ২৩০ পয়েন্ট। অন্যদিকে প্রায় ৭৬০ পয়েন্টের বেশি পড়ে যায় সেনসেক্স। হিসাব বলছে দেশের একাধিক সেক্টরেই দেখা যায় শেয়ারের বিক্রি। আর এর পিছনে যেমন রয়েছে দেশীয় কারণ, তেমনই রয়েছে আন্তর্জাতিক কারণও।
এক বিশেষজ্ঞ বলছেন, একাধিক ভূ-রাজনৈতিক ঘটনাবালীর কারণেই বাজার দূর্বল হয়ে পড়ছে। তিনি বলছেন, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা, ইরান ও ভেনেজুয়েলার পরিস্থিতি ও ডোনাল্ড ট্রাম্পের একাধিক মন্তব্য নিয়ে সতর্ক হয়েছেন বিনিয়োগকারীরা।
ভারতের সূচক নিফটি বা সেনসেক্স টানা পড়ছে। এ ছাড়াও বিরাট চাপের মধ্যে রয়েছে দেশের ব্যাঙ্কিং সেক্টরও। বড় ব্যাঙ্কগুলোর শেয়ার গোটা সেক্টরকে চাঙ্গা করে। কিন্তু ভারতের ক্ষেত্রে বড় ব্যাঙ্কগুলোর শেয়ারেও সেই ভাবে বৃদ্ধি দেখা যাচ্ছে না। তবে, আগামীতে তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল, দেশের ঈফ ও কর্পোরেট সংস্থাগুলোর আয় আগামীতে বাজারের দিশা ঠিক করবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
১২ জানুয়ারি সকালে বাজার পড়লেও পরের দিকে বাজারের কিছুটা উত্থান দেখা গিয়েছে। কিন্তু চলতি ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে একাধিক শেয়ারের দুর্বল টেকনিক্যাল কাঠামো ও ফলাফল সংক্রান্ত অনিশ্চয়তা থাকায় আগামী কয়েক দিন বাজারের দিকে নজর থাকবে বিশেষজ্ঞদের। বাজার ওঠে নাকি পড়ে, সেদিকেই তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা।