
ভারতে স্বর্ণমুদ্রার ব্যবহার শুরু হয় কবে? ঐতিহাসিকরা এতদিন জানতেন কুষাণ যুগে (৯০ থেকে ১০০ খ্রিস্টাব্দ) ভারতে সোনার মুদ্রার প্রথম ব্যবহার দেখা যায়। কিন্তু এবার সেই তথ্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দেশের প্রথমসারির প্রত্নতাত্বিক ড. বিআর মানি। তাঁর গবেষণা বলছে ভারতে স্বর্ণমুদ্রার ইতিহাস কুষাণ যুগের চেয়েও ৩ হাজার বছরের পুরনো। এমনকি তিনি দাবি করছেন হরপ্পা-মহেঞ্জোদরোতে এবং ঋগবৈদিক যুগেও ভারতে সোনার মুদ্রার ব্যবহার ছিল।
ড. বিআর মানির দেওয়া তথ্য ভারতের ইতিহাসকে নতুন রূপ দেবে। ঐতিহাসিকদের প্রাচীন ভারত সম্পর্কে নতু করে ভারতে বাধ্য করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ, ড. মানির বক্তব্য অনুযায়ী, ভারতের এই সোনার কয়েন যাকে নিশকা বলা হচ্ছে, তা প্রায় ৩০০০ খ্রিস্ট পূর্বাব্দে ভারতে চালু ছিল।
এই নিশকা কেমন দেখতে ছিল? তথ্য বলছে, চাকতির মতো দেখতে এই কয়েনের মাঝে ছিদ্র ছিল। অনেকটা ব্রিটিশ আমলের ফুটো পয়সার মতো দেখতে ছিল এই স্বর্ণমুদ্রা। মহেঞ্জোদারো (যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত), লোথাল (বর্তমান গুজরাটে) ও রাখিগড়িতে (বর্তমান হরিয়ানা) এই ধরণের ফুটো পয়সার হদিশ পাওয়া গিয়েছিল। যদিও প্রত্নতাত্বিক এসআর রাও, যিনি লোথালে খননকার্য চালিয়েছিলেন, তিনি এই ধরণের ফুটো সোনার চাকতিকে পুতি বা সাজবার জিনিস বলেই মনে করেছিলেন। কারণ, এই চাকতিগুলোর আয়তন ছিল খুবই ছোট। ৪০টি এই ধরণের স্বর্ণমুদ্রার উপর গবেষণা করে ড. বিআর মণি এই তথ্য আবিষ্কার করেছেন।