নয়া দিল্লি: রান্নার গ্যাসের দাম ক্রমেই বাড়ছে। তবে এখন আর তা নিয়ে চিন্তা করতে হবে না। এখন আপনি বাড়িতে একটি বিশেষ ধরনের স্টোভ আনতে পারেন, যা চালাতে এলপিজি সিলিন্ডার বা বিদ্যুতের প্রয়োজন হবে না। এই স্টোভ কেনার পর, সূর্যের আলো দিয়েই হয়ে যাবে আপনার সব রান্নাবান্না। সরকারি তেল সংস্থা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটি অনন্য সোলার স্টোভ তৈরি করেছে, যা সৌরশক্তি অর্থাৎ সূর্যের আলোতে চলে। তবে এর বৈশিষ্ট হল স্টোভটি সৌরশক্তিতে চললেও, তার জন্য স্টোভটিকে রোদে রাখতে হবে না। যেকোনও জায়গায় রেখেই ব্যবহার করা যাবে এই স্টোভ। সংস্থাটি এই সোলার স্টোভের নাম দিয়েছে ‘সূর্য নূতন’। আসুন জেনে নেওয়া যাক কোথা থেকে এবং কত টাকা দিয়ে আমরা এই স্টোভ কিনতে পারবেন আপনি।
কীভাবে চলে সোলার স্টোভ
এই স্টোভ বহনযোগ্য। এর দুটি অংশ আছে। আপনি রান্নাঘরে একটি অংশ লাগাতে পারবেন এবং অন্য অংশটি আপনি রোদে রাখতে পারবেন। ইন্ডিয়ান অয়েল সংস্থার মতে এটি একটি মড্যুলার সিস্টেম, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। এর বিশেষত্ব হলো এই স্টোভ হাইব্রিড মোডে ব্যবহার করা যায়। অর্থাৎ, এটি বিদ্যুৎ এবং সৌরশক্তি – দুইভাবেই চালানো যাবে।
স্টোভটির দাম
স্টোভটির বেশ কয়েকটি মডেল বাজারে এনেছে ইন্ডিয়ান অয়েল। যদি আপনি প্রিমিয়াম মডেল নেন, তাহলে একবার চার্জ দিয়ে সহজেই চারজনের জন্য একদিনের খাবার রান্না করা যাবে। এই স্টোভের বেস মডেলটির দাম ১২,০০০ টাকা। আর প্রিমিয়াম মডেলটি পাওয়া যাচ্ছে ২৩,০০০ টাকায়।