Indian Passport: বিশ্বসেরা হওয়ার দিকে ৮ ধাপ এগিয়ে গেল ভারতের পাসপোর্ট!

Indian Passport: ২২ জুলাই প্রকাশ হওয়া পাসপোর্ট সূচকে ৭৭তম স্থানে উঠে এসেছে ভারতের পাসপোর্ট। গত বছর প্রকাশ হওয়া তালিকায় ৮৫-তে ছিল ভারতের পাসপোর্ট।

Indian Passport: বিশ্বসেরা হওয়ার দিকে ৮ ধাপ এগিয়ে গেল ভারতের পাসপোর্ট!
Image Credit source: anand purohit/Moment/Getty Images

Jul 23, 2025 | 11:38 AM

পাসপোর্ট সূচকে এবার লাফিয়ে উপরের দিকে উঠল ভারতের পাসপোর্ট। ২২ জুলাই প্রকাশ হওয়া এই সূচকে ৭৭তম স্থানে উঠে এসেছে ভারতের পাসপোর্ট। গত বছর প্রকাশ হওয়া তালিকায় ৫ ধাপ নেমে ৮৫-তে চলে গিয়েছিল ভারতের পাসপোর্ট। এবারে সেই তালিকাতেই ৮ ধাপ উঠে এল সেই পাসপোর্ট।

পাসপোর্টের এই সূচকে বিচার করা হয় কতগুলো জায়গায় আগে থেকে কোনও ভিসা ছাড়া পাসপোর্ট হোল্ডাররা যেতে পারে। বর্তমানে ৫৯টি জায়গায় আগে থেকে ভিসা ছাড়াই যেতে পারে ভারতীয় পর্যটকরা।

কোন জায়গায় ভিসা ছাড়াই যেতে পারে ভারতীয়রা? মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালদ্বীপের মতো দেশে ভিসা ছাড়াই যেতে পারেন ভারতীয়রা। এ ছাড়াও শ্রীলঙ্কা, ম্যাকাও ও মায়ানমারে ভিসা অন অ্যারাইভালের সুবিধা রয়েছে।

পাসপোর্টের এই সূচকে সবার উপরে রয়েছে সিঙ্গাপুর। এই দেশের পাসপোর্ট থাকলে ১৯৩টি দেশে ভিসা ফ্রি প্রবেশাধিকার মেলে। জাপান ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্ট থাকলে ভিসা ফ্রি প্রবেশাধিকার মিলবে ১৯০টি দেশে। এই তালিকায় এশিয় দেশগুলোর জয়জয়কার দেখা গিয়েছে। এক লাফে ৩৪ ধাপ উঠেছে ৮ নম্বরে।