
তীর্থযাত্রী বা বাড়ির একটু বয়স্ক সদস্যদের জন্য এবার একটা দারুণ খবর নিয়ে এল ভারতীয় রেল। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC নিয়ে এক বিশেষ প্যাকেজ ট্যুর। উত্তর ভারতের বারাণসী বা কাশী, প্রয়াগরাজ বা এলাহাবাদ, অযোধ্যা ও বুদ্ধগয়ার মতো ৪টে জায়গা ঘুরে দেখার সুযোগ পাওয়া যাবে নতুন এই প্যাকেজে।
এই আধ্যাত্মিক ট্যুর প্যাকেজের নাম দেওয়া হয়েছে ‘হোলি কাশী’। ৬ দিন ৫ রাতের এই প্যাকেজ কিন্তু এই মুহূর্তে দেশের সেই মানুষদের কাছে খুবই কার্যকরী যাঁরা একবার বেরিয়েই একাধিক তীর্থক্ষেত্র দর্শন করতে চান। কিন্তু খরচ কত? দেশের সাধারণ মানুষের কথা মাথায় রেখেই আইআরসিটিসি এই প্যাকেজের দাম রেখেছে মাত্র ৩৯ হাজার ৭৫০ টাকা।
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের এই প্যাকেজের অন্তর্ভুক্ত রয়েছে বিমান ভাড়া, হোটেলে থাকা, স্থানীয় গাড়ির মাধ্যমে ঘোরা এবং গুরুত্বপূর্ণ মন্দিরগুলিতে দর্শন টিকিটের খরচ। ফলে, একেবারে নিশ্চিন্তে এই প্যাকেজ বুকিং করা যেতেই পারে। কোয়েম্বাটোর থেকে একটি নির্দিষ্ট রুটের যাত্রা শুরু হচ্ছে এই বছরের ১৮ নভেম্বর।
এই ভ্রমণ প্যাকেজ শুরু হচ্ছে ৩৯ হাজার ৭৫০ টাকা থেকে। তবে আপনি কোথা থেকে ট্রেনে উঠছেন, বা কোন ধরনের হোটেলে থাকছেন তার উপর নির্ভর করে এই দামে কিছুটা বদল আসতে পারে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের এই প্যাকেজ বুকিং হয়ে যাচ্ছে খুবই তাড়াতাড়ি। ফলে, এই যাত্রার অংশ হতে চাইলে খুব তাড়াতাড়ি আইআরসিটিসির ওয়েবসাইটে ষুকে নিজের সিট বুক করুন। বুকিংয়ের আগে সমস্ত শর্ত, খাবার আর বুকিং বাতিক করার সব নিয়মকানুন অবশ্যই ভাল করে পড়ে নেবেন।