Indian Railways: ট্রেনের জেনারেল টিকিটের নিয়ম জানেন তো? নাহলে টিকিট কেটেও দিতে হবে জরিমানা

Indian Railways: ঠিক কত সময়ের জন্য জেনারেল টিকিটের বৈধতা থাকে? অধিকাংশ রেল যাত্রীই তা জানেন না। আর এই নিয়ম না জানার কারণে অনেক সময়ই তাদের সমস্যায় পড়তে হয়। টিকিট কেটেও শেষে জরিমানা দিতে হয়।

Indian Railways: ট্রেনের জেনারেল টিকিটের নিয়ম জানেন তো? নাহলে টিকিট কেটেও দিতে হবে জরিমানা
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Sep 30, 2023 | 7:12 AM

নয়া দিল্লি: বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক । দেশের প্রায় প্রতিটি বড় শহর এই নেটওয়ার্কে সংযুক্ত। বিভিন্ন যাত্রীদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলে বিভিন্ন ক্যাটেগরির টিকিট পাওয়া যায়। সাধারণত, ফার্স্ট ক্লাস এসি, সেকেন্ড ক্লাস এসি, থার্ড ক্লাস এসি, স্লিপার এবং জেনারেল ক্লাসের টিকিট দেওয়া হয়। জেনারেল টিকিটের দামই সবথকে কম। তবে, একটি নির্দিষ্ট সময়ের জন্যই এই জেনারেল টিকিটে বৈধতা থাকে। ওই সময় পেরিয়ে গেলে, আর টিকিটটিকে বৈধ হিসেবে গন্য করা হয় না। কিন্তু, ঠিক কত সময়ের জন্য জেনারেল টিকিটের বৈধতা থাকে? অধিকাংশ রেল যাত্রীই তা জানেন না। আর এই নিয়ম না জানার কারণে অনেক সময়ই তাদের সমস্যায় পড়তে হয়। টিকিট কেটেও শেষে জরিমানা দিতে হয়। কাজেই এই সম্পর্কে সম্মক ধারণা থাকা অত্যন্ত দরকারি।

আপনি যদি মনে করে থাকেন, একটি জেনারেল টিকিট কিনে আপনি দিনের যে কোনও সময় ট্রেনে উঠতে পারেন, তবে ভুল করছেন। আসলে এই ব্যবস্থা ছিল ২০১৬ সাল পর্যন্ত। জেনারেল টিকিটে ভ্রমণের জন্য কোনও সময়সীমা বাঁধা ছিল না। তবে, এর সুযোগ নিয়ে কালোবাজারি ব্যবসা ফেঁদে বসেছিল কিছু মানুষ। দেশের কিছু বড় স্টেশনে তারা ওঁত পেতে থাকত। যে সকল যাত্রী তাদের যাত্রা শেষ করেছেন, তাদের কাছ থেকে জেনারেল টিকিটগুলি সংগ্রহ করত তারা। পরে, অনেক কম দামে সেই টিকিট আবার অন্য যাত্রীদের কাছে বিক্রি করা হত। এর ফলে, বড় মাপের আর্থিক ক্ষতির মুখে পড়েছিল রেল। এই ক্ষতি সামাল দিতেই ভারতীয় রেলের পক্ষ থেকে জেনারেল টিকিটে ভ্রমণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

২০১৬ সালে চালু করা নিয়ম অনুযায়ী, যদি কোনও যাত্রী ১৯৯ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ভ্রমণ করেন, তবে, তাঁকে একটি জেনারেল টিকিট কেনার ৩ ঘন্টার মধ্যে ট্রেনে উঠতে হবে। ওই টিকিটে যদি কোনও যাত্রীকে তিন ঘণ্টা পরে ট্রেনে ভ্রমণ করতে দেখা যায়, তবে তাঁকে টিকিটবিহীন যাত্রী হিসাবে গন্য করা হবে। তাকে জরিমানাও করা হবে। তবে, টিকিট কেনার পর, গন্তব্যের দিকে যাওয়া প্রথম ট্রেনটি যদি ৩ ঘণ্টা পর ছাড়ে, সেই ক্ষেত্রে অবশ্য ৩ ঘণ্টার বেশি টিকিটটি বৈধ হবে। আর কেউ যদি জেনারেল টিকিটে ২০০ কিলোমিটারে বা তার বেশি দূরত্ব যেতে চান, সেই ক্ষেত্রে জেনারেল টিকিট যাত্রার ৩ দিন আগেই কেনা যাবে।