
নয়াদিল্লি: রেল খাতেও ‘মেক-ইন-ইন্ডিয়ায়’ জোর ভারতের। শনিবার গুজরাতের ভদোদরাতে আলস্টম সাভলি ফেসিলিটিতে গিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই কেন্দ্র থেকেই বর্তমানে রেল নিজের উৎপাদন কাজ চালায়। সেখানে গিয়ে পরিবেশ, উৎপাদন শৈলী সবই খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী।
এই আলস্টম ফেসিলিটি কিন্তু ভারতেই রয়েছে এমনটা নয়। বিশ্বের নানা দেশে এর কারখানা রয়েছে। যেখানে কর্মরত ইঞ্জিনিয়ারের সংখ্যা ৩ হাজার ৪০০-এর অধিক। এই আলস্টমের সঙ্গেই হাত মিলিয়ে ভারতের বুকে রেল সংক্রান্ত যন্ত্রপাতি তৈরি করে কেন্দ্র। যা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।
একটি পরিসংখ্য়ান অনুযায়ী, আলস্টমের এই সাভিল ইউনিট থেকে প্রায় ৪ হাজার বগি রপ্তানি করা হয়েছে জার্মানি, মিশর, সুইডেন, অস্ট্রেলিয়া ও ব্রাজিলের মতো দেশে। ভিয়েনা, অস্ট্রিয়ার মতো দেশেও পাঠানো হয়েছে ৪ হাজারের বেশি ফ্ল্যাটপ্যাক মডিউল।
তবে বিশ্বজুড়ে ভারতীয় রেল বগির চাহিদা এখনও খুব একটা তৈরি না হলেও, সিগনালিং সংক্রান্ত যন্ত্রপাতির ক্ষেত্রে বিশ্বের প্রায় প্রতিটি দেশের ভরসা এই দেশই। ইতিমধ্য়েই আন্তর্জাতিক স্তরে ২৭ সিগন্যালিং প্রোজেক্টের কাজ করছে ভারত। এছাড়াও, অস্ট্রেলিয়া, কানাডায় শুরু হয়েছে ভারতে তৈরি মেট্রো কোচ রফতানি। ব্রিটেন, সৌদি আরব, ফ্রান্স এবং অস্ট্রেলিয়াতে যাচ্ছে রেল বগি। বাংলাদেশ, শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে যাত্রীবাহী রেল কোচ ও লোকোমোটিভ।