Railways: টিটিই আসলেও চেক করতে পারবেন না আপনার টিকিট! ট্রেনের এই নিয়ম সম্পর্কে অনেকেই জানেন না

Indian Railways: ভারতীয় রেলওয়ের একাধিক নিয়ম রয়েছে। এমনই একটা নিয়ম হল, নির্দিষ্ট সময়ের পর টিটিই কোনও যাত্রীর কাছ থেকে টিকিট যাচাই করতে বা পরীক্ষা করতে পারেন না। 

Railways: টিটিই আসলেও চেক করতে পারবেন না আপনার টিকিট! ট্রেনের এই নিয়ম সম্পর্কে অনেকেই জানেন না
ফাইল চিত্র।Image Credit source: X

|

Aug 08, 2025 | 1:16 PM

নয়া দিল্লি: বহু যাত্রীই নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, তবে ট্রেনের একাধিক নিয়ম রয়েছে, যে সম্পর্কে অনেকেই জানেন না। ট্রেনে সফর করার জন্য টিকিট থাকা বাধ্যতামূলক। সেই টিকিট পরীক্ষা করতেই আসেন টিকিট পরীক্ষক বা টিটিই। তবে জানেন কি, ট্রেনে একটা নির্দিষ্ট সময়ের পর টিটিই-ও টিকিট চেক করতে আসতে পারেন না?

ভারতীয় রেলওয়ের একাধিক নিয়ম রয়েছে। এমনই একটা নিয়ম হল, নির্দিষ্ট সময়ের পর টিটিই কোনও যাত্রীর কাছ থেকে টিকিট যাচাই করতে বা পরীক্ষা করতে পারেন না। রেলওয়ের নিয়ম অনুযায়ী, রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে টিটিই টিকিট পরীক্ষা করতে পারেন না। এই নিয়ম স্লিপার এবং এসি কোচের যাত্রীদের জন্য প্রযোজ্য। 

এই নিয়মের কারণ হল, রাত ১০টার পর অনেক যাত্রীই ঘুমিয়ে পড়েন। রাতে যাতে তারা কোনও ঝামেলা ছাড়াই বিশ্রাম নিতে পারেন, সেই জন্যই এই নিয়ম। টিটিই-কে টিকিট পরীক্ষা করতে হলে রাত ১০টার আগে এবং ভোর ৬টার পরেই করতে হয়। 

তবে, যদি কোনও যাত্রী রাত ১০টার পরে ট্রেনে ওঠেন, তাহলে সেই বিশেষ পরিস্থিতিতে টিটিই টিকিট পরীক্ষা করতে পারেন। কিন্তু যারা আগে থেকেই ট্রেনে রয়েছেন, এমন যাত্রীদের ঘুম থেকে জাগিয়ে, বিশেষ কোনও কারণ ছাড়া  টিকিট পরীক্ষা করা সম্পূর্ণ নিয়মের পরিপন্থী।

রাত ১০টার পর ট্রেনের আলোও নিভিয়ে দেওয়া হয়। এই সময়ের পর জোরে গান বাজানোও যায় না।