
নয়া দিল্লি: ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে এসেছে বিরাট বদল। এবার তৎকাল টিকিট বুকিং করা যাবে না এই কাজ না করলে। গত ১৫ জুলাই থেকেই বদলে গিয়েছে এই নিয়ম। যারা তৎকাল টিকিট বুক করবেন, তাদের এবার থেকে এই প্রক্রিয়া অনুসরণ করেই টিকিট কাটতে হবে।
তৎকাল টিকিটে জালিয়াতি রুখতেই টিকিট বুকিংয়ের নিয়ম বদল করা হয়েছে। ১ জুলাই থেকে বাধ্যতামূলক করা হয়েছে আধার নম্বর দিয়ে টিকিট কাটার নিয়ম। আর ১৫ জুলাই থেকে তৎকাল টিকিট কাটতে আধার ভিত্তিক ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।
এবার থেকে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আধার নম্বর দিতে হবে যাত্রীকে। রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি এলে, তবেই পরের ধাপে এগোনো যাবে। আইআরসিটিসি (IRCTC)-র ওয়েবসাইট থেকেই হোক বা মোবাইল অ্যাপ কিংবা পিআরএস কাউন্টারের মাধ্যমে, তৎকাল টিকিট বুকিং করতে গেলে ওয়ান টাইম পাসওয়ার্ড লাগবেই।
কীভাবে তৎকাল টিকিট কাটবেন?
নতুন নিয়মে বলা হয়েছে, প্রথম ৩০ মিনিটে বাল্ক বুকিং করা যাবে না। এই সময়ে এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না।
প্রসঙ্গত, এসি ক্লাসের জন্য তৎকাল বুকিং শুরু হয় যাত্রার আগের দিন সকাল ১০টা থেকে এবং নন-এসির ক্ষেত্রে সকাল ১১টা থেকে।