Vande Bharat Sleeper Train: ১৭ তারিখ থেকে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন, কীভাবে লোয়ার বার্থে সিট পাবেন?

Indian Railways: ভারতীয় রেলওয়ে এনেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। ট্রেনের ভাড়া থেকে স্পিড, কোন কোন স্টপেজে দাঁড়াবে-সবই তথ্য প্রকাশ্যে এসেছে। এই ট্রেনের সিটগুলিও অত্যাধুনিক। হাওড়া থেকে অসমের গুয়াহাটি যাওয়ার এই ট্রেনে অনেকেই লোয়ার বার্থ চাইবেন।

Vande Bharat Sleeper Train: ১৭ তারিখ থেকে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন, কীভাবে লোয়ার বার্থে সিট পাবেন?
বন্দে ভারত স্লিপার ট্রেন।Image Credit source: PTI

|

Jan 14, 2026 | 5:25 PM

নয়া দিল্লি: আর কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন। হাওড়া থেকে গুয়াহাটি রুটে ছুটবে দেশের প্রথম সেমি হাই-স্পিড স্লিপার ট্রেন। এই ট্রেন নিয়ে সাধারণ মানুষের মধ্য়ে আগ্রহ-উৎসাহের শেষ নেই। ইতিমধ্যেই বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মও সামনে এসেছে। এই ট্রেনে শুধুমাত্র কনফার্ম টিকিটই পাওয়া যাবে। কোনও আরএসি (RAC) বা ওয়েটিং টিকিট (Waiting Ticket) থাকবে না। এই ট্রেনে লোয়ার বার্থ পাবেন কী করে, তাও জেনে নিন-

ভারতীয় রেলওয়ে এনেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। ট্রেনের ভাড়া থেকে স্পিড, কোন কোন স্টপেজে দাঁড়াবে-সবই তথ্য প্রকাশ্যে এসেছে। এই ট্রেনের সিটগুলিও অত্যাধুনিক। হাওড়া থেকে অসমের গুয়াহাটি যাওয়ার এই ট্রেনে অনেকেই লোয়ার বার্থ চাইবেন। বিশেষ করে প্রবীণ নাগরিক বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে লোয়ার বার্থ সুবিধাজনক হয়। তবে অনেকেই বলেন যে টিকিট বুকিংয়ের সময় লোয়ার বার্থ সিলেক্ট করলেও, আপার বার্থ বা মিডল বার্থই জোটে। কীভাবে লোয়ার বার্থ পাবেন এই ট্রেনে?

ভারতীয় রেলওয়ের কম্পিউটারাইজড রিজার্ভেশন সিস্টেমে ৬০ বছরের ঊর্ধ্বে পুরুষ যাত্রী ও ৪৫ বছরের ঊর্ধ্বে মহিলা যাত্রীদের বুকিংয়ের সময় লোয়ার বার্থ দেওয়া হয়। বন্দে ভারত স্লিপার ট্রেনেও এই সুবিধা পাওয়া যাবে। তবে সিট উপলব্ধ থাকলে, তবেই লোয়ার বার্থ পাওয়া যাবে।

যদি কোনও যাত্রী শিশুকে নিয়ে ভ্রমণ করেন এবং শিশুর জন্য আলাদাভাবে সিটের প্রয়োজন না থাকে, তাহলে সিট ফাঁকা থাকলে, লোয়ার বার্থই দেওয়া হবে। টিকিট বুকিংয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অনলাইনে বুকিংয়ের ক্ষেত্রে লোয়ার বার্থ সিলেক্ট করার অপশন থাকে, সেই অপশন বেছে নিতে হবে।