আজ মার্চের ২৫ তারিখ। গোটা মাসের তুলনায় আজ সেভাবে বাড়েনি ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। মাত্র ১০ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। অন্যদিকে, ৩২ পয়েন্ট বেড়েছে সেনসেক্স।
যদিও আজ ৯৭ পয়েন্ট পড়েছে নিফটি ব্যাঙ্ক। ৭৮১ পয়েন্ট পড়েছে বিএসই স্মলক্যাপ সূচক। ৯৩৪ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০ সূচকও। অন্যদিকে আজ ৪৮৯ পয়েন্ট বেড়েছে নিফটি আইটির সূচক।
আজ ১৭২ পয়েন্ট বেড়েছে জাপানের শেয়ার বাজার সূচক নিক্কেই। অন্যদিকে ৫৬১ পয়েন্ট পড়েছে চিনা সূচক হ্যাংসেং।
আজ বাড়ল যারা:
আজ আপার সার্কিট হিট করেছে ভিনাইল কেমিক্যালস ও কিনোট ফাইন্যান্সিয়ার সার্ভিসেস। এ ছাড়াও বেড়েছে এইচইজি লিমিটেড, ম্যাগেলানিক ক্লাউড ও ব্লু ডার্ট এক্সপ্রেসের শেয়ারের দাম।
আজ পড়ল যারা:
অন্যদিকে আজ সর্বোচ্চ ১৪.৭ শতাংশ পড়েছে নাগরিকা এক্সপোর্টস। এ ছাড়াও পড়েছে মহাদেব মার্বেল অ্যান্ড গ্রানাইটস, সারদা এনার্জি অ্যান্ড মিনারেলস, কেসোরাম ইন্ডাস্ট্রিজ ও আয়ন-টেক সলিউশনসের শেয়ারের দামও।
বাজারের টুকরো খবর:
*২৫ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।