
কলকাতা: একটা শরীর খারাপের কারণ, আর একটা শরীর খারাপ হলে খায় মানুষ। মদ আর ওষুধ— একেবারে বিপরীত মেরুতে থাকা দুই জিনিসের পিছনেই সবথেকে বেশি খরচ করল ভারতীয়রা। এমনটাই বলছে গত বছরের পরিসংখ্যান। গত অর্থবছরে এই দুই জিনিস কেনার পিছনেই সবথেকে বেশি অর্থ ব্যয় করেছে ভারতীয় পরিবারগুলি। এই দুটি জিনিসের পিছনে সবচেয়ে বেশি ব্যয় করেছে। তথ্য বলছে, এই দুটি ক্ষেত্রে ব্যয় গত ১২ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। গত অর্থবর্ষে অ্যালকোহল এবং তামাকের উপর ব্যয় ১৫.৭ শতাংশ বেড়েছে। যা ২০১২ সালের পর সর্বোচ্চ।
শুধু নেশার দ্রব্যই নয়, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচ গত ১২ বছরের মধ্যে প্রথমবার ১৭.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে শেষ হওয়া অর্থবর্ষে অঙ্কটা যেখানে ছিল ৭.২ শতাংশ। এর মধ্যে ওষুধ, হাসপাতাল এবং ডাক্তারের খরচ রয়েছে।
প্রসঙ্গত, করোনাকালে বিশ্বজুড়ে মন্দাদশা চললেও উন্নত অনেক দেশের থেকেই দ্রুত গতিতে আর্থিক ক্ষতি সামাল দিয়ে ঘুরে দাঁড়ায় ভারত। তবে তথ্য বলছে, খাদ্য এবং অ্যালকোহল-মুক্ত পণ্যের ক্ষেত্রে বছরে মাত্র ০.৫ শতাংশ প্রবৃদ্ধি দেখা গিয়েছে। একই সময়ে, রেস্তোরাঁ এবং হোটেলগুলিতেও ভাল বৃদ্ধি দেখা গিয়েছে।