
বাঙালিদের মধ্যে সোনাকে শুভ মনে করা হয়। তাই কোনও শুভ অনুষ্ঠানে সোনা ব্যবহার করা হয়। যেমন কোনও বিবাহ অনুষ্ঠানে সোনার গয়না (Gold Jewellery) কেনা হয়। এছাড়াও ধনতেরস সহ একাধিক পার্বণেই সোনা কেনা লেগেই থাকে। তবে শুধু প্রথা মেনে চলা বা অলঙ্করণই নয়। বিনিয়োগের একটি মাধ্যম হিসেবে অনেক ভারতই সোনা কিনে থাকেন। আর ভারত তার সোনার চাহিদার প্রায় ৯০ শতাংশ ভিন দেশ থেকে আমদানি করে। ২০২২ সালের পরিসংখ্যান বলছে সে বছর বিদেশ থেকে মোট ৭০৬ টন সোনা আমদানি করেছে ভারত। যার জন্য মোট খরচ হয়েছে প্রায় ৩ লক্ষ ৩ হাজার ৭৮০ কোটি টাকা (৩৬.৬ বিলিয়ন ডলার)। এদিকে ভিন দেশের সোনা কেনার ক্ষেত্রে অনেক টাকার শুল্ক গুনতে হয় ভারতীয়দের। এই আবহে ভারতীয়দের শুল্কবিহীন সোনা কেনার অফার দিচ্ছে ভুটান। থিম্পু বা ফুয়েন্টশোলিং ঘুরতে যাওয়া ভারতীয়রা শুল্ক ছাড়া সোনা কিনে আনতে পারেন।
গত ২১ ফেব্রুয়ারিই এই শুল্কবিহীন সোনা কেনার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভুটান সরকার। রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম কুয়েনসেল অনুযায়ী, মহামান্য রাজার জন্মবার্ষিকী ও ভুটানের নববর্ষ উপলক্ষে এবং পর্যটনকে তুলে ধরতে এই অফার দেওয়া হচ্ছে ভুটান সরকারের তরফে। এমনিতেই কম দামে সোনা কেনার জন্য অনেক ভারতীয়ই দুবাই ছুটে যান। তাঁরা এবার কাছাকাছি ভুটানে গিয়েই শুল্ক ছাড়া সোনা কিনতে পারেন।
In a bid to boost tourism Indian and other SDF fee paying tourists coming to Phuentsholing or Thimphu in Bhutan can now buy tax free gold.
The only condition being you have to stay in a tourist certified hotel and pay SDF.
The gold will be much more cheaper than in India.
— Tenzing Lamsang (@TenzingLamsang) February 24, 2023
ভুটানে কত দরে সোনা কিনতে পারবেন ভারতীয়রা?
সাম্প্রতিক দাম অনুযায়ী, ভারতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ হয় ৫৫,৬৩০ টাকা। তবে ভুটানে সোনার দাম ৩৭,৫৮৮.৪৯ বিটিএন। আর ১ বিটিএন মানে ভারতে ১ টাকা। অর্থাৎ ভারতীয়রা ভুটানে সোনা পাবেন ৩৭,৫৮৮.৪৯ টাকাতে।
কোন শর্তে কেনা যাবে?
তবে ভুটানের মাটিতে করমুক্ত সোনা কেনার জন্য ভারতীয়দের ১,২০০ টাকা থেকে ১,৮০০ টাকা সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি দিতে হবে। এছাড়াও ভুটান সরকার কর্তৃক অনুমোদিত একটি হোটেলে এক রাত কাটাতেও হবে ভারতীয়দের। আর সম্পূর্ণ লেনদেন হবে মার্কিন ডলারে।
ভুটানের জাতীয় সংসদ সেদেশে প্রবেশকারী পর্যটকদের জন্য এসডিএফ নামে পরিচিত একটি পর্যটন কর প্রদান বাধ্যতামূলক করার জন্য একটি আইন প্রণয়ন করে। তারপরই ২০২২ সালে ভুটানে এসডিএফ বাধ্যতামূলক করা হয়। ভারতীয়দের জনপ্রতি প্রতিদিন ১,২০০-১,৮০০ টাকা দিতে হয়। অন্যান্য দেশের পর্যটকদের ৬৫ থেকে ২০০ ডলারের মতো দিতে হয়।
কুয়েনসেলের প্রতিবেদন অনুযায়ী, “এসডিএফ-প্রদানকারী সমস্ত পর্যটকরা শুল্কমুক্ত সোনা কিনতে পারবেন না, যতক্ষণ না তাঁরা পর্যটন বিভাগের প্রত্যয়িত হোটেলে কমপক্ষে এক রাত কাটাবেন।” ইতিমধ্যেই ১ মার্চ থেকে থিম্পু ও ফুয়েনশোলিং-এ সোনা কেনা যাচ্ছে।
ভুটানের কোথায় এই করমুক্ত সোনা কেনা যাবে?
ভুটানের অর্থ মন্ত্রকের মালিকানাধীন বিলাসবহুল সামগ্রীর শুল্কমুক্ত আউটলেটে এই সোনা পাওয়া যাবে।
ভারতীয়রা কতটা পরিমাণে করমুক্ত বিদেশি সোনা নিয়ে আসতে পারবেন?
কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের নিয়ম অনুযায়ী, কোনও ভারতীয় পুরুষ ৫০ হাজার টাকার সোনা অর্থাৎ ২০ গ্রামের কাছাকাছি সোনা নিয়ে আসতে পারেন। আর মহিলারা ১ লক্ষ টাকার অর্থাৎ প্রায় ৪০ গ্রাম সোনা নিয়ে আসতে পারবেন বিদেশ থেকে।