দেশে অক্সিজেনের ঘাটতি! করোনাবর্ষে বিদেশ রফতানি হয়েছে বিপুল অক্সিজেন

সুমন মহাপাত্র |

Apr 22, 2021 | 2:26 PM

২০২০-২১ অর্থবর্ষে যে পরিমান তরল অক্সিজেন বিদেশ রফতানি হয়েছে তা তার আগের অর্থবর্ষের দ্বিগুণ।

দেশে অক্সিজেনের ঘাটতি! করোনাবর্ষে বিদেশ রফতানি হয়েছে বিপুল অক্সিজেন
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: দেশে করোনা (COVID) পরিস্থিতি ভয়াবহ। হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, ভ্যাকসিনের জোগান নেই। ওষুধেরও ঘাটতি। এই প্রতিকূল পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রকের রিপোর্ট দেখে ঘুম উড়েছে অনেকের। বাণিজ্য মন্ত্রকের রিপোর্ট উল্লেখ করে বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, করোনাবর্ষেই গত বছেরের দ্বিগুণ অক্সিজেন রফতানি হয়েছে বিদেশে। আর তার জেরেই দেশে অক্সিজেনের বিপুল ঘাটতি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

২০২০-২১ অর্থবর্ষে যে পরিমান তরল অক্সিজেন বিদেশ রফতানি হয়েছে তা তার আগের অর্থবর্ষের দ্বিগুণ। স্রেফ ২০২০-২১ অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকেই ৯ হাজার ২৯৪ মেট্রিক টন অক্সিজেন রফতানি হয়েছে। যা ৩ বছরে সর্বোচ্চ। সেখান থেকে ওয়াকিবহাল মহলের মনে প্রশ্ন জাগছে, তাহলে কি দেশে অক্সিজেনের এই অভাবের কারণ বিপুল পরিমান অক্সিজেন বিদেশে চলে যাওয়া?

দৈনিক করোনা আক্রান্তের নিরিখে আমেরিকাকেও ছাপিয়ে গিয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন। এটিই দেশের তথা বিশ্বের সর্বকালের সর্বাধিক সংক্রমণের রেকর্ড। পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। দেশে একদিনেই করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২,১০৪ জনের। এই পরিস্থিতিতে অক্সিজেনের জোগান সর্বত্র পৌঁছে দিতে অক্সিজেন এক্সপ্রেস চালাচ্ছে রেল। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীকেও অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজে হাত লাগাতে বলেছেন। কিন্তু এত কিছুর পরেও অক্সিজেনের সমস্যা সমাধান হচ্ছে না।

অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হচ্ছে। এই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নোটিস দিয়ে অক্সিজেনের জোগান, ভ্যাকসিন বিতরণ ও রেমডেসিভির বিতরণের বিষয়ে ‘জাতীয় পরিকল্পনা’ দেখতে চেয়েছে।

আরও পড়ুন: দেশে স্পুটনিক ভি-র দাম কত হবে? খোলসা করল ডঃ রেড্ডিজ

Next Article