Third Richest Woman in India: ভারতের তৃতীয় ধনীতম মহিলা, জানেন রাধা ভেম্বুর সম্পত্তির পরিমাণ?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 13, 2023 | 9:20 AM

Third Richest Woman in India: আদানির সম্পত্তিকে হার মানাবে রাধা ভেম্বুর সম্পত্তির পরিমাণ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২১ হাজার কোটি টাকা।

Third Richest Woman in India: ভারতের তৃতীয় ধনীতম মহিলা, জানেন রাধা ভেম্বুর সম্পত্তির পরিমাণ?
রাধা ভেম্বু

Follow Us

দেশের সবথেকে ধনী ব্যক্তি বা মহিলা কে? এই বিষয় নিয়ে অনেকের মধ্যেই আগ্রহ থাকে। কার ঘরে কত সম্পত্তি তা জানতে মানুষের বরাবরই আগ্রহ একটু বেশিই থাকে। দেশের ধনী মহিলাদের জায়গায় তৃতীয় স্থানে কে রয়েছেন জানেন? অম্বানী বা আদানির স্ত্রী-সন্তানের মধ্যে কেউ নন। বর্তমানে দেশের তৃতীয় ধনী মহিলা রাধা ভেম্বু (Radha Vembu)। শুধু তাই নয়। নিজের ক্ষমতায় হওয়া সবথেকে ধনী মহিলা তিনিই। আগে নাইকার ফাল্গুনী নায়ার যে জায়গাটা নিয়েছিলেন।

রাধা ভেম্বুর সম্পত্তির পরিমাণ কত?

বয়স হাফ সেঞ্চুরি করেছে। চুলে অল্প পাক ধরলেও উন্মাদনায় খামতি হয়নি। নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে গিয়েছেন। ফোরবেসের রিয়েল টাইম রিচ লিস্ট অনুযায়ী, ভেম্বুর মোট সম্পত্তির পরিমাণ ২.৬ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২১,৪৫৫ কোটি টাকা। এর ফলে বিশ্বে ১১৭৬ তম ধনী ব্যক্তি তিনি।

কীভাবে তৃতীয় হলেন?

বহুজাতিক সফটওয়্যার সংস্থা জোহো কর্প প্রতিষ্ঠা করেছিলেন রাধা ভেম্বু ও তাঁর ভাইয়েরা। এই সংস্থার সবথেকে বড় স্টেকহোল্ডার হলেন রাধা। আর এই থেকেই তাঁর আয় আকাশ ছুঁয়েছে। এখন তিনি দেশের তৃতীয় ধনী মহিলা।

সাধারণ মধ্যবিত্ত পরিবারেই ১৯৭২ সালে জন্ম রাধা ভেম্বুর। বাবা মাদ্রাজ হাইকোর্টে স্টেনোগ্রাফারের কাজ করতেন। মধ্যবিত্ত হলেও উচ্চবিত্ত হওয়ার স্বপ্ন থেকে তাঁকে কেউ দূরে রাখতে পারেনি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজ থেকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নিয়ে স্নাতক করেন তিনি। তখনও পড়াশোনা করছিলেন রাধা। পড়তে পড়তেই ভাই শ্রীধর ভেম্বু ও সেকর ভেম্বুর সঙ্গে মিলে ১৯৯৬ সালে এই সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি।

জোহো মেইলের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে ২৫০ জনের একটি টিম সামলান এখন ৫০ বছরের রাধা। চেন্নাইতে এই সংস্থার একটি মূল শাখা রয়েছে। আর চেন্নাইতেই থাকেন রাধা। এদিকে জোহো সংস্থার মূল অফিস টেক্সাসের অস্টিনে। বিশ্বের মোট ৯ টি দেশে এই সংস্থার উপস্থিতি রয়েছে। এই সংস্থার মোট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি। ক্লাউড বেসড বিজনেস সফটওয়্যারের জন্যই পরিচিত জোহো। সম্প্রতি হোয়াটসঅ্য়াপের প্রতিদ্বন্দ্বী একটি সোশ্য়াল মাধ্যম ‘আরাত্তাই’-র বেটা টেস্টিং করছে জোহো। তামিল ভাষায় আরাত্তাইয়ের অর্থ হল চ্যাট।

এর পাশাপাশি জনসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত রাধা। তিনি জানকি হাই-টেক অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড নামে একটি কৃষি এনজিওর পাশাপাশি হাইল্যান্ড ভ্যালি কর্পোরেশন প্রাইভেট লিমিটেড নামে একটি রিয়েল এস্টেট সংস্থার পরিচালকও।

 

 

Next Article