
নয়া দিল্লি: নতুন বছরে ইন্ডিগোর ধামাকা সেল। মাত্র ১৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে ফ্লাইটের টিকিট। বিদেশযাত্রা যদি করতে চান, সেটাও পাবেন জলের দরে। মাত্র ৪৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকিট। তাহলে আর অপেক্ষা কেন? যাদের ঘুরতে যাওয়ার বা অন্য কোনও প্রয়োজনে সফর করতে হবে, তারা এক্ষুণি টিকিট কাটুন। তার আগে জেনে নিন ইন্ডিগোর অফারের বিস্তারিত-
ইন্ডিগো প্রতি বছরের মতো এই বছরও সীমিত সময়ের জন্য টিকিটের সেল শুরু করেছে। এই অফারের নাম সেল ইনটু ২০২৬। এই অফারে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানের টিকিটে বিরাট ছাড় দিচ্ছে। এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, অন্তর্দেশীয় বা ডোমেস্টিক ফ্লাইটের ভাড়া শুরু হচ্ছে ১৪৯৯ টাকা থেকে। আর আন্তর্জাতিক বিমানের ভাড়া শুরু হবে ৪৪৯৯ টাকা থেকে। ইন্ডিগোর প্রিমিয়াম সেকশন- ইন্ডিগোস্ট্রেচ (IndiGoStretch)-এও অফার পাওয়া যাবে, ভাড়া শুরু হবে ৯৯৯৯ টাকা থেকে। এছাড়া সিট সিলেকশন বা ব্যাগেজের থেকেও অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন। সিট সিলেকশনে ১৫ শতাংশ এবং ব্যাগেজে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। যারা এক্সএল সিট বুক করেন, তবে তার জন্য মাত্র ৫০০ টাকা খরচ পড়বে।
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ১৩ জানুয়ারি থেকে এই অফারে বুকিং শুরু হয়েছে। ১৬ জানুয়ারি পর্যন্ত এই অফার চলবে। যারা এই সীমিত সময়ের অফারে টিকিট বুক করবেন, তারা ২০ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ওই টিকিটে ভ্রমণ করতে পারবেন। তবে ভ্রমণের অন্তত সাতদিন আগে টিকিট বুক করতে হবে।
যারা সন্তানদের নিয়ে ভ্রমণ করেন, তাদের জন্যও রয়েছে বিশাল ছাড়। ২৪ মাস পর্যন্ত শিশুদের নিয়ে ভ্রমণে মাত্র ১ টাকাতেই ডোমেস্টিক বিমানে ভ্রমণ করতে পারবেন। তবে এই অফার পাওয়া যাবে শুধুমাত্র ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে বুকিং করলে।