Indigo sale: বছর শেষে ঘোরার প্ল্যান? ইন্ডিগোতে চলছে সেল, এইভাবে টিকিট কাটুন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 31, 2023 | 7:20 AM

Flight Ticket Discount: ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, এই বিশেষ অফার পাওয়ার জন্য যাত্রীদের নিজের যাত্রার তারিখের ন্যূনতম তিনদিন আগে বিমানের টিকিট কাটতে হবে। নিজের যাত্রা শুরু ও গন্তব্য দিয়ে, নির্দিষ্ট দিন বাছাই করে টিকিট কাটতে হবে। শুধু টিকিট কাটার আগে ইন্ডিগোর এই অফারটি বসাতে হবে।

Indigo sale: বছর শেষে ঘোরার প্ল্যান? ইন্ডিগোতে চলছে সেল, এইভাবে টিকিট কাটুন
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: সবে দুর্গাপুজো মিটেছে। সামনে এখনও উৎসবের লম্বা তালিকা। দীপাবলি, দিওয়ালি, ধনতেরাস, ভাইফোঁটা রয়েছে নভেম্বরে। ডিসেম্বরে আবার খ্রিস্টমাস, বর্ষশেষের উদযাপন। ফলে আগামী দুই মাস উৎসবে-আনন্দে ঠাসা। এই উৎসবের মরসুমেই বিশেষ অফার আনল ইন্ডিগো (Indigo)। উৎসবের মরসুমে আনা হল বিশেষ দশেরা সেল (Special Dusshera Sale)। আগামী ৩১ ডিসেম্বর অবধি অফার পাওয়া যাবে।

ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, দশেরা সেলে ইন্ডিগোর বিমানের টিকিটের উপরে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানের টিকিটে এই অফার পাওয়া যাবে।

কীভাবে পাবেন এই অফার?

ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, এই বিশেষ অফার পাওয়ার জন্য যাত্রীদের নিজের যাত্রার তারিখের ন্যূনতম তিনদিন আগে বিমানের টিকিট কাটতে হবে। নিজের যাত্রা শুরু ও গন্তব্য দিয়ে, নির্দিষ্ট দিন বাছাই করে টিকিট কাটতে হবে। শুধু টিকিট কাটার আগে ইন্ডিগোর এই অফারটি বসাতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, এই সেল ইন্ডিগোর কোডশেয়ার কানেকশনে গ্রহণযোগ্য হবে না।

বিগত কয়েক মাসে ইন্ডিগো উড়ান সংস্থার তরফে একাধিক নতুন রুটে বিমান পরিষেবা চালু করা হয়েছে। এবার ১৮ তম বর্ষে পা দেবে ইন্ডিগো। তার জন্যও একাধিক বিশেষ অফার আনা হবে। এই অফারগুলি সম্পর্কে বিস্তারিত জানতে ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইট বা ইন্ডিগোর মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারেন।

Next Article