AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Economy: নিজের মতো গড়াচ্ছে অর্থনীতির চাকা! শেষ ভাল রাখতে মেপেই পা ফেলছে দেশ

Indian Economy: সেই রিপোর্টে আরও বলা হয়েছে, চলতি অর্থবর্ষে দেশের হাই ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর, যা অর্থনৈতিক পরিস্থিতি কীরকম সেই ইঙ্গিত দিয়ে থাকে। জানিয়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে স্থিতিশীল।

Indian Economy: নিজের মতো গড়াচ্ছে অর্থনীতির চাকা! শেষ ভাল রাখতে মেপেই পা ফেলছে দেশ
প্রতীকী চিত্র।Image Credit: TV9 বাংলা
| Updated on: Jun 29, 2025 | 5:01 PM
Share

নয়াদিল্লি: চুপি চুপি বাড়ছে দেশের অর্থনীতি, হাঁটছে ঠিক পথে। জানাচ্ছে কেন্দ্রীয় রিপোর্ট। সম্প্রতি, অর্থমন্ত্রক তরফে চলতি বছরের মে মাসের অর্থনৈতিক পর্যালোচনা রিপোর্ট প্রকাশ করেছে। তাতেই এই কেন্দ্রীক তথ্য জানিয়েছে তারা। দেশের অর্থনীতির গতিবিধি সঠিক রয়েছে বলেই দাবি করা হয়েছে সেই রিপোর্টে।

সেই রিপোর্টে আরও বলা হয়েছে, চলতি অর্থবর্ষে দেশের হাই ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর, যা অর্থনৈতিক পরিস্থিতি কীরকম সেই ইঙ্গিত দিয়ে থাকে। জানিয়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে স্থিতিশীল। সঠিক পথেই এগোচ্ছে। জ্বালানি খরচ থেকে ডিএসটি-র মতো নানা বিষয় পজিটিভ ইঙ্গিতই দিচ্ছে।

ভারতের অনেকাংশ এলাকা এখনও গ্রামীণ। তাই গ্রামের অর্থনীতি দেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন্দ্রীয় রিপোর্ট বলছে, সেখানে চিন্তার কোনও কারণ নেই। পরিস্থিতি একদম সচল, সতেজ। সঠিক সময়ে বর্ষার আগমন, রবি শস্যের ফলন, চাহিদা বজায়। সব মিলিয়ে গ্রামীণ অর্থনীতিও যথেষ্ট অক্সিজেন পাচ্ছে।

তবে যার শুরু ভাল, শেষ কি ভাল হয়? চিন্তা থাকছে। আশঙ্কা ধরাচ্ছে নির্মাণ ও যানবাহন সংক্রান্ত শিল্পগুলি। সেখানে একটু পড়েছে বিক্রি-বাট্টা। যার জেরে খানিক শঙ্কার মেঘ তো দেখা গিয়েছে। তবে অর্থনীতিবিদরা আশাবাদী প্রতিক্রিয়া দিয়েছে। পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলেই দাবি করেছে তারা। অন্যদিকে, মূল্যবৃদ্ধি থেকে মুদ্রাস্ফীতিও সহ্য ক্ষমতা বজায় রেখেছে।