Share Market: সংঘর্ষ বিরতির আবহে ‘লাভের গুড়’ খেল Infosys, TCS-রা, কীভাবে জানেন?

India Pakistan Tensions: কিন্তু সংঘর্ষ বিরতির সঙ্গে IT শেয়ারের সম্পর্কটাই বা কী? বিশেষজ্ঞরা বলছেন, বিরতির ছাপ শেয়ার বাজারে পড়েছে ঠিকই। কিন্তু IT শেয়ারগুলির উত্থানের অন্যতম কারণ হয়েছে চিন-আমেরিকার শুল্ক আলোচনা।

Share Market: সংঘর্ষ বিরতির আবহে লাভের গুড় খেল Infosys, TCS-রা, কীভাবে জানেন?
Image Credit source: Getty Image

|

May 12, 2025 | 7:02 PM

নয়াদিল্লি: সোমবার ভারত-পাকিস্তান সংর্ঘষ বিরতির হাত ধরে নতুন গতি পেয়েছে শেয়ার বাজার। যুদ্ধ যুদ্ধ আবহে মাঝে ৮০০ পয়েন্ট পতন হয়েছিল সেনসেক্সে। সেই ঘাটতি যেন এবার খানিকটা মিটেছে। সোমবার দালাল স্ট্রিটে সব থেকে বেশি লাফিয়েছে তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ারগুলি।

কিন্তু সংঘর্ষ বিরতির সঙ্গে IT শেয়ারের সম্পর্কটাই বা কী? বিশেষজ্ঞরা বলছেন, বিরতির ছাপ শেয়ার বাজারে পড়েছে ঠিকই। কিন্তু IT শেয়ারগুলির উত্থানের অন্যতম কারণ হয়েছে চিন-আমেরিকার শুল্ক আলোচনা। জেনেভাতে আলোচনায় বসেছিল দুই দেশের প্রতিনিধি। তাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত দিনের জন্য একে অপরের থেকে ১১৫ শতাংশ করে শুল্কের ভার কমাবে চিন-আমেরিকা। তারপরেই গতি পেয়েছে ভারতের IT শেয়ারগুলি। গতি পেয়েছে বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জগুলিও।

সোমবার মোট ৬ শতাংশ বেড়েছে নিফটি IT ইনডেক্স। যার জেরে ৯ শতাংশ দাম বেড়েছে Oracle Financial Service Systems-এর। ৮ শতাংশ দর বেড়েছে Coforge and Persistent Systems-এর। একই রকম বৃদ্ধি দেখা গিয়েছে Infosys-এর শেয়ারেও। এছাড়াও, TCS বেড়েছে ৫.৪১ শতাংশ। HCL Tech, Wipro বেড়েছে ৪.৮ থেকে ৬ শতাংশের মধ্যে।

প্রসঙ্গত, সোমবার গোটা দিনে ৩.৭৪ শতাংশ বেড়ে Sensex চড়েছে ২ হাজার ৯৭৫ পয়েন্ট। অন্যদিকে, Nifty 50 একই ভাবে ৩.৮২ শতাংশ চড়ে বেড়েছে ৯১৬ পয়েন্ট। এদিন সব থেকে বেশি দর বেড়েছে বিমান পরিষেবা সংস্থা IndiGo-এর পেরেন্ট কোম্পানির শেয়ারের। মোট ৭.৮২ শতাংশ পর্যন্ত চড়েছে এই সংস্থার শেয়ারের দর।