
আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি কেমন খরচ করেন, কীভাবে খরচ করেন আর কত খরচ করেন সেই সবের উপর নির্ভর করে আপনার ঋণের খরচ। বুঝলেন না তো? আপনি কোনও ঋণ নিলে সেই ঋণের সুদের হার, ঋণের প্রসেসিং ফি ইত্যাদি অনেক কিছুই নির্ভর করে আপনার ক্রেডিট স্কোরের উপর। আর আপনার ক্রেডিট স্কোর নির্ভর করে আপনার আগে থেকে ব্যবহার করা ক্রেডিট কার্ডের ব্যবহারের উপর।
আসলে আজকের দিনে সব ক্রেডিট লেন্ডিং সংস্থাগুলো ঝুঁকি মূল্যায়নের জন্য সম্পূর্ণরূপে নির্ভরশীল ডেটার উপর। আর সেই কারণেই আপনার ক্রেডিট স্কোর যদি ৭৫০-এর বেশি হয় তাহলে তা আপনাকে অনেকটা কম সুদে ঋণ পেতে সাহায্য করে।
আজ ভারতে ৪টে এমন সংস্থা রয়েছে যারা ক্রেডিট স্কোর হিসাব করে। এদের বলা হয় ক্রেডিট ব্যুরো বা ক্রেডিট ইনফর্মেশন কোম্পানি। এর মধ্যে রয়েছে CIBIL, CRIF High Mark, Equifax ও Experian-এর মতো সংস্থা। ক্রেডিট স্কোরের নিয়ম অনুযায়ী প্রত্যেক ব্যক্তির ক্রেডিট স্কোর হয় ৩০০ থেকে ৯০০-এর মধ্যে। আর কোনও ব্যাক্তির ক্রেডিট স্কোর যদি ৬৫০-এর চেয়ে কম হয় তাহলে তা বেশ সিরিয়াস একটা বিষয়। এবং এটাকে রেড ফ্ল্যাগ মানা হয়। কারণ এত কম ক্রেডিট স্কোর নিয়ে ঋণ পেতে খুবই সমস্যা তৈরি হয়।
ক্রেডিট কার্ড বার্ষিক ৩০ শতাংশ থেকে ৪২ শতাংশ পর্যন্ত হারে সুদ নিয়ে থাকে। আবার পার্সোনাল লোনের ক্ষেত্রে তা সাধারণত ৯ শতাংশ থেকে ২৪ শতাংশের মধ্যেই ঘোরাফেরা করে। এই হার নির্ভর করে ব্যাঙ্কের নিয়ম, গ্রাহকের অর্থনৈতিক প্রোফাইলের ঝুঁকি ও পুরনো ঋণ শোধের ইতিহাস বা ক্রেডিট হিস্ট্রির উপর। সোজা কথায় ক্রেডিট স্কোর হল, কোনও ঋণ গ্রহীতা কত সহজে নিজের ঋণ সামলাতে পারছে, তার একটা মাপকাঠি।
আপনার ক্রেডিট স্কোর ভাল হলে ঋণদাতারা স্বচ্ছন্দ বোধ করেন। এর ফলে আপনার ঋণের সুদের হার যেমন কমে যায়, তেমনই আপনি বিভিন্ন প্রিমিয়াম ক্রেডিট কার্ড সহজে পেতে পারেন। আর এই ধরনের কার্ডের আপনি পেতে পারেন আকর্ষনীয় গিফট, ট্র্যাভেল বেনিফিট বা বিভিন্ন ধরনের বিমার সুবিধা।
নিজের ক্রেডিট স্কোর ঠিক রাখতে আপনাকে বেশ কয়েকটা জিনিস মেনে চলতে হবে। আর যদি মেনে চলেন, তাহলেই কেল্লাফতে।
ক্রেডিট কার্ডে জন্য আবেদন করার আগে এর সমস্ত ঝুঁকি সম্পর্কে আপনার জানা জরুরি। বেশি সুদের ঋণ, অতিরিক্ত খরচের প্রবণতা, এবং স্কোর খারাপ হওয়ার সম্ভাবনা—এই সবগুলিই ক্রেডিট কার্ড ব্যবহারের অভিজ্ঞতাকে কঠিন করে তুলতে পারে। তাই ক্রেডিট কার্ডে কখনই আপনার রেঞ্জের বাইরে গিয়ে খরচ করা উচিত নয়।
কোথাও থেকে কোনও ঋণ নিতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা ঋণ নেওয়া নিয়ে কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও ঋণের ক্ষেত্রেই একটা ঝুঁকি রয়েছে। ফলে, আগে ঋণ নেওয়ার আগে সেই সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর সিদ্ধান্ত নেবেন।