Savings Interest: সেভিংস অ্যাকাউন্টে কোন ব্যাঙ্ক কেমন সুদ দেয়, রইল তালিকা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Mar 18, 2023 | 7:25 AM

Savings Account: ফিক্স ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের থেকে সুদের হার সেভিংসে অনেকটাই কম। তবুও তার মধ্যে কয়েকটি ব্যাঙ্ক সেভিংসের সুদের হার বেশি।

Savings Interest: সেভিংস অ্যাকাউন্টে কোন ব্যাঙ্ক কেমন সুদ দেয়, রইল তালিকা
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: অর্থ সঞ্চয়ের জন্য মধ্যবিত্তের বড় ভরসা ব্যাঙ্কের বিভিন্ন স্কিম। রাষ্ট্রায়ত্ত হোক বা বেসরকারি বিভিন্ন ব্যাঙ্কের আমানত করার বিভিন্ন স্কিমে টাকা জমান অনেকে। এই স্কিমের মধ্যে ফিক্স ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের চাহিদা থাকে তুঙ্গে। এই দুই স্কিমে সুদের হারও তুলনায় অনেকটা বেশি। কিন্তু সব সময় এই স্কিমে টাকা রাখা সম্ভব হয় না। ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টেও টাকা জমা রাখেন অনেকে। সেখান থেকেও পাওয়া যায় সুদ। কিন্তু ফিক্স ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের থেকে সুদের হার সেভিংসে অনেকটাই কম। তবুও তার মধ্যে কয়েকটি ব্যাঙ্ক সেভিংসের সুদের হার বেশি। এ রমকই পাঁচটি ব্যাঙ্কের নাম জানানো হল এখানে। সঙ্গে সেই সব ব্যাঙ্কে সুদের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার।

সেভিংস অ্যাকাউন্টে সুদের হারের নিরিখে সামনের সারিতে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললে অনেকেরই প্রথম পছন্দে থাকে এই ব্যাঙ্কটি। সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা অবধি ৩ শতাংশ সুদ দেয় এই ব্যাঙ্ক। সেভিংস অ্যাকাউন্টে যা টাকা থাকে, তার নিরিখে ৩ শতাংশ হারে সুদ দেয় এবং সেই টাকা ওই অ্যাকাউন্টেই জমা হয়ে যায়।

দেশের বৃহত্তম ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট থাকে সাধারণ মানুষ থেকে সরকারি চাকরিজীবীদের। সেভিংস ২.৭০ শতাংশ হারে সুদ দেয় এই ব্যাঙ্ক।

বেসরকারি ব্যাঙ্কের সারিতে আইসিআইসিআই অন্যতম গ্রহণযোগ্য নাম। ফিক্স ও রেকারিং ডিপোজিটের থেকে কম হারে সুদ দেয় সেভিংসে। কিন্তু সেই হারও অনেক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের থেকে বেশি। আইসিআইসিআই ব্যাঙ্কে ৩ শতাংশ হারে সুদ পাওয়া যায় সেভিংস অ্যাকাউন্টে।

কানাড়া ব্যাঙ্কে সেভিংসে বেশ কয়েকটি সুদের হার রয়েছে। সর্বোচ্চ ৪ শতাংশ সুদ দেয় এই ব্যাঙ্ক এবং সর্বনিম্ন দেয় ২.৯ শতাংশ।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে উল্লেখযোগ্য নাম। সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা অবধি ২.৭ শতাংশ সুদ দেয় এই ব্যাঙ্ক। ১০ লক্ষের বেশি থাকলে সুদ পাওয়া যায় ২.৭৫ শতাংশ।

Next Article