ইন্টারনেট এবার সবার জন্য, পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত এলাকায় পৌঁছে গিয়েছে Elon Musk-এর Starlink!

Elon Musk, Starlink: নিজের এক্স হ্যান্ডেলে স্টার লিঙ্কের সেই স্যাটেলাইট-ওয়াইফাই সিস্টেমের ছবি পোস্ট করেছেন দক্ষিণ আফ্রিকান সৈকত-প্রেমী। তিনি লিখছেন একেবারে প্রত্যন্ত এলাকায় এসে গিয়েছে স্টারলিঙ্ক।

ইন্টারনেট এবার সবার জন্য, পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত এলাকায় পৌঁছে গিয়েছে Elon Musk-এর Starlink!

Jul 28, 2025 | 3:37 PM

আফ্রিকার দক্ষিণে নামিবিয়া, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকার মধ্যবর্তী দেশ বৎসোয়ানা। এই দেশের উত্তরভাগে রয়েছে ওকাভাঙা ব-দ্বীপ অঞ্চল। যা কিনা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই জায়গাটা বলা হয় পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। আর এবার সেখানেই পরিষেবা দেওয়া শুরু করল ইলন মাস্কের স্টারলিঙ্ক।

নিজের এক্স হ্যান্ডেলে স্টার লিঙ্কের সেই স্যাটেলাইট-ওয়াইফাই সিস্টেমের ছবি পোস্ট করেছেন দক্ষিণ আফ্রিকান সৈকত-প্রেমী অ্যালবার্ট ভেন্টার। তিনি লিখছেন একেবারে প্রত্যন্ত এলাকায় এসে গিয়েছে স্টারলিঙ্ক। ওকাভাঙা ব-দ্বীপের যে জায়গায় তিনি রয়েছেন, সেখানে ওয়াইফাইয়ের স্পিড টেস্ট করেও চমকে গিয়েছেন তিনি। দুর্দান্ত স্পিড মিলেছে সেখানে।

তাঁর এই পোস্ট রি-পোস্ট করেছে স্টারলিঙ্কের এক্স হ্যান্ডেল। তারা লিখছে মানব বসতির থেকে সবচেয়ে দূরবর্তী স্থানেও এবার হাইস্পিড ইন্টারনেট। অ্যালবার্ট ভেন্টার আরও লিখছেন, কীভাবে এই অসম্ভব সম্ভব হল তা তিনি জানতে চেয়েছিলেন। আর তা তাঁকে দেখিয়েছেন সেখানের ম্যানেজমেন্ট। আর ওকাভাঙায় স্টারলিঙ্ক আসার খুশি হয়েছে ওখানে যাঁরা ঘুরতে গিয়েছেন তাঁরাও।