Invest and Earn 1 Crore: কোন অঙ্কে আপনি ১০ বছরে জমাতে পারবেন ১ কোটির বেশি?

How To Invest: পরিবার বাড়ি তৈরি করতে চাইলে ১০ বছরের জন্য লোন নিলে ও বাড়ির জন্য খরচের অন্তত ২৫ শতাংশ ডাউন পেমেন্ট করতে হবে। এ ছাড়াও খেয়াল রাখতে হবে ইএমআই যেন মাসিক উপার্জনের ৩৫ শতাংশের বেশি না হয়।

Invest and Earn 1 Crore: কোন অঙ্কে আপনি ১০ বছরে জমাতে পারবেন ১ কোটির বেশি?
Image Credit source: sesame/DigitalVision Vectors/Getty Images

Aug 12, 2025 | 11:15 AM

কোনও মধ্যবিত্ত পরিবার একটি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে ১০ থেকে ১৫ বছরের মধ্যে ১ কোটির বেশি অর্থ জমিয়ে ফেলতে পারে। আর তা বলছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিতিন কৌশিক। এর মধ্যে একাধিক ক্ষেত্রে বিনিয়োগের কথা যেমন তিনি বলেছেন তেমনই তিনি বলছেন বাড়ি কেনার সময় অনেকটা বেশি ডাউন পেমেন্ট জমা করার কথা। এ ছাড়াও তিনি বলছেন, মুদ্রাস্ফীতি এড়ানো ও খরচের হিসাবে করে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার কথাও।

এক্স হ্যান্ডেলে করা পোস্ট অনুযায়ী ১০ বছরে ১ কোটি ২০ লক্ষ জমানোর কথা তিনি বলছেন। আর এর পিছনে রয়েছে একদম সাধারণ অঙ্ক, সেটাও বলছেন তিনি। পরিবারে সন্তান জন্মানোর পর একটি মাসিক ১০ হাজারের এসআইপি শুরু করলে ১৫ বছর পর বিনিয়োগের পরিমাণ গিয়ে দাঁড়াবে ৪৫ লক্ষের বেশি। সঙ্গে কিছুটা পিএফ ও টুকটাক বিনিয়োগের মাধ্যমে ১৫ বছরে ৬০ লক্ষ টাকা পাওয়া যাবে।

পরিবার বাড়ি তৈরি করতে চাইলে ১০ বছরের জন্য লোন নিলে ও বাড়ির জন্য খরচের অন্তত ২৫ শতাংশ ডাউন পেমেন্ট করতে হবে। এ ছাড়াও খেয়াল রাখতে হবে ইএমআই যেন মাসিক উপার্জনের ৩৫ শতাংশের বেশি না হয়। আগামীর জন্য এনপিএস ও এসআইপির মাধ্যমে ১০ বছরে আরও ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা জমানোর লক্ষ্যমাত্রা রাখতে হবে।