Invest in Gold: বাড়ছে সোনার দাম, এখন কি বিক্রি করে দেওয়া উচিৎ নাকি বিনিয়োগ আরও বাড়ানো উচিৎ?

Gold Price Hike: ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সোনা ও রুপোর দাম বাড়ছে চড়চড়িয়ে। আর এতে অনুঘটকের কাজ করছে বিনিয়োগকারীদের অনুমান।

Invest in Gold: বাড়ছে সোনার দাম, এখন কি বিক্রি করে দেওয়া উচিৎ নাকি বিনিয়োগ আরও বাড়ানো উচিৎ?
Image Credit source: Getty Images

Jun 16, 2025 | 5:46 PM

সোনা ও রুপোর মতো মূল্যবাদ ধাতুর দামে হঠাৎই একটা ঊর্ধ্বমূখী গতি দেখা গিয়েছে। আর এর পিছনে রয়েছে ইরান-ইজরায়েল যুদ্ধের আশঙ্কা ও ডলার সূচকের পতন।

এই দুই কারণের সাঁড়াশি চাপে ঘরোয়া বাজারেও এর প্রভাব দেখা গিয়েছে। অগস্টের ১০ গ্রামের গোল্ড ফিউচার ইতিমধ্যে ১ লক্ষ ২৭৬ টাকায় ঠেকেছে। যা ১.৯১ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে, জুলাইয়ের ১ কেজির সিলভার ফিউচার গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬ হাজার ৪৯৩ টাকায়। যা ০.৫৭ শতাংশ বৃদ্ধি।

ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সোনা ও রুপোর দাম বাড়ছে চড়চড়িয়ে। আর এতে অনুঘটকের কাজ করছে বিনিয়োগকারীদের অনুমান। বিশ্বের বিভিন্ন বাজার পড়েছে, দাম বাড়ছে ক্রুড অয়েলের। আর এর ফলে বেড়েছে সোনা, রুপোর দর। ঠিক যে মুহূর্তে বিশেষজ্ঞরা মনে করেছিলেন কিছুটা হলেও স্থিতিশীল হবে সোনার দাম। আর সেই সময় বিশেষজ্ঞদের ভুল প্রমাণ করে ফের লাফিয়ে বেড়েছে সোনার দাম। এ ছাড়াও আমেরিকান ফেডারেল ব্যাঙ্কের রেট কাটের শঙ্কাতেও বাড়ছে সোনার দাম।

আপনার কি সোনা কেনা উচিৎ?

বিশেষজ্ঞরা বলছেন, পোর্টপফোলিওতে সোনার পরিমাণ ১০ থেকে ১৫ শতাংশের বেশি হওয়া ঠিক নয়। যদিও সোনায় বিনিয়োগ দারুণ রিটার্ন দেবে, এমনটা ভাবা উচিৎ নয়। পোর্টফোলিও ডাইভার্সিফাই করার জন্য সোনায় বিনিয়োগের কথা বলেন বিশেষজ্ঞরা।

মানি মন্ত্রর প্রতিষ্ঠাতা বিরল ভাট বলছেন বেশির ভাগ ভারতীয় ইক্যুইটি ও রিয়েল এস্টেটে বেশরভাগ বিনিয়োগ করেন। তাঁর কথায়, “আপনার বিনিয়োগের পরিমাণ যদি ৫ থেকে ১০ শতাংশের নীচে হয় তাহলে গোল্ড মিউচুয়াল ফান্ড ও ইটিএফে বিনিয়োগের মাধ্যমে এই বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারেন আপনি”।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।