চা-সিগারেটের খরচে SIP করুন, কোটিপতি হয়ে আরামে কাটান আপনার অবসর জীবন!

Invest in SIP: ইনডেক্স ফান্ডে এই বিনিয়োগ হয় তাহলে বছরে ১১.৫ শতাংশ রিটার্ন আশা করাই যায়। আর এমন হলে ৩৫ বছর পর ওই টাকা ৭৪ লক্ষ গিয়ে দাঁড়াবে।

চা-সিগারেটের খরচে SIP করুন, কোটিপতি হয়ে আরামে কাটান আপনার অবসর জীবন!
Image Credit source: Getty Images/PTI

Aug 25, 2025 | 10:32 AM

আগের তুলনায় বর্তমানে মুদ্রাস্ফীতির হার বাড়ছে হু হু করে। অর্থাৎ বাড়ছে জিনিসপত্রের দামও। ফলে আগামীতে অর্থাৎ আজ থেকে ২৫ বা ৩০ বছর পর জিনিসপত্রের দাম যে কোথায় গিয়ে দাঁড়াবে, তার আন্দাজ আজকে দাঁড়িয়ে করা প্রায় অসম্ভব। তবে সেই মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করার জন্যই প্রত্যেক মানুষের একটা মোটা অবসরকালীন তহবিল থেকে প্রয়োজন।

২৫ বছর বয়সের সদ্য চাকরি পাওয়া বা ব্যবসা শুরু করা ছেলেটি সাধারণত অবসরকালীন তহবিল নিয়ে ভাবে না। এই বিষয়ে কেউ কিছু বললেও যে তা শুনবে, এই কথাও বলা যায় না। এই ছেলের বয়স যখন ৪০ পারবে, স্বাভাবিক নিয়মে সে অবসরকালীন তহবিলের কথা ভাববে। কিন্তু ২৫ বছর বয়সে এই তহবিল শুরু করতে কি খুব সমস্যা ছিল? হিসাব বলছে, না। আজকের দিনে শ্রমজীবী মানুষ চা, সিঙাড়া বা সিগারেট খেয়ে যে পরিমাণ অর্থ ব্যয় করে সেই পরিমাণ অর্থ কেউ যদি প্রতিদিন জমায়, তাহলে সেই অবসরের সময় নিশ্চিত কোটিপতি হবে।

ধরে নেওয়াই যায়, বেশিরভাগ মানুষ চা, সিঙাড়া বা সিগারেটের পিছনে দিনে ৫০ টাকা খরচ করে। তাহলে মাসে সেই খরচে গিয়ে দাঁড়ায় ১ হাজার ৫০০ টাকায়। আর এই টাকা প্রতি মাসে কেউ যদি টানা ৩৫ বছরের জন্য বিনিয়োগ করে, তাহলে ৩৫ বছর পর মোট বিনিয়োগ দাঁড়ায় ৬ লক্ষ ৩০ হাজার টাকা।

যদি ইনডেক্স ফান্ডে এই বিনিয়োগ হয় তাহলে বছরে ১১.৫ শতাংশ রিটার্ন আশা করাই যায়। আর এমন হলে ৩৫ বছর পর ওই টাকা ৭৪ লক্ষ গিয়ে দাঁড়াবে। কিন্তু একটু আক্রমণাত্মক ভাবে বিনিয়োগ করে যদি বছরে ১৩ শতাংশ রিটার্নও পাওয়া যায়, তাহলে টাকার অঙ্ক গিয়ে দাঁড়ায় ১ কোটি ৫ লক্ষ টাকায়। আর যদি ১৫ শতাংশ রিটার্ন আসে তাহলে ওই টাকা হয় ১ কোটি ৭১ লক্ষ। ফলে, দিনের চা, সিগারেটের খরচ জমিয়ে যে কোটিপতি হইয়াই যায়, সে কথা তো বলাই বাহুল্য।