Investment: ১ লাখের স্টক ৮০ কোটি! হঠাৎ কোটিপতি হয়ে গেলেন এক ব্যক্তি!

JSW Steel: এক ব্যক্তি এক্স মাধ্যমে একটি ঘটনার কথা পোস্ট করেছেন। মাত্র ১ লক্ষ টাকার শেয়ার, আজ পরিণত হয়েছে ৮০ কোটির সম্পত্তিতে!

Investment: ১ লাখের স্টক ৮০ কোটি! হঠাৎ কোটিপতি হয়ে গেলেন এক ব্যক্তি!

Jun 09, 2025 | 5:10 PM

বিশেষজ্ঞরা বরাবরই বলেন দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা। দীর্ঘমেয়াদি বিনিয়োগ আসলে বিনিয়োগকারীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা আবার বোঝা গেল এক ব্যক্তির এক্স হ্যান্ডেলের পোস্ট দেখে।

সৌরভ দত্ত নামের এক ব্যক্তি এক্স মাধ্যমে একটি ঘটনার কথা পোস্ট করেছেন। একজন রেডিটে তার জীবন পরিবর্তন হয়ে যাওয়া এক ঘটনার কথা শেয়ার করেছিলেন। ওই ব্যক্তির বাবা ১৯৯০ সালে জেএসডব্লিউ স্টিলের শেয়ার কিনেছিলেন। সেই সময় ১ লক্ষ টাকা দিয়ে ওই শেয়ারগুলো কেনা হয়েছিল।

জানা গিয়েছে, বর্তমানে ওই শেয়ারের দাম দাঁড়িয়েছে ৮০ কোটি টাকা। এই ৮০ কোটি টাকা ওই ব্যক্তির পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে। এক্স মাধ্যমে এই স্টোরি শেয়ার করার পর অনেকেই দীর্ঘমেয়াদি বিনিয়োগ নিয়ে অনেক কথা বলেছেন। অনেকে আবার ওই ব্যক্তিকে শুভেচ্ছাও জানিয়েছেন।

উল্লেখ্য, ৯ জুন দিন শেষে জেএসডব্লিউ স্টিলের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮ টাকা। এই সংস্থার মার্কেট ক্যাপ ২ লক্ষ ৪৫ হাজার ৬৪৬ কোটি তাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ১৪ টাকা ৩৩ পয়সা। ফলে বর্তমানে এই সংস্থার প্রাইস টু আর্ন রেশিও ৭০-এর বেশি। যা এই ইন্ডাস্ট্রির গড়ের তুলনায় অনেকটা বেশি।