
টাকা জমানোর কথা সকলেই বলেন। কিন্তু টাকা জমাবেন কোথায়? আর আজকের দিকে এক এক বিশেষজ্ঞ এক এক রকমের কথা বলে। তাহলে আপনি কী করবেন? কেউ বলে ফিক্সড ডিপোজিটের কথা। কেউ বলে রেকারিং ডিপোজিটের কথা। আবার কেউ বলেন, এসআইপির কথা। কোন ক্ষেত্রে বিনিয়োগে বাড়তি লাভ পাবেন আপনি?
নিফটি ৫০ ইনডেক্স ফান্ডের ঐতিহাসিক রিটার্ন প্রায় ১২ শতাংশ। আর সেই হিসাব ধরলে মাসিক ১ হাজার টাকা কেউ যদি কোনও ইনডেক্স ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে সেই বিনিয়োগ ১০ বছর পর মোট টাকা ২ লক্ষ ২৪ হাজার টাকায় পরিণত হবে।
আবার আপনি যদি এই মাসিক ১ হাজার টাকা কোনও স্মল ক্যাপ ফান্ডেও বিনিয়োগ করতে পারতেন। সেই ক্ষেত্রে বার্ষিক ১৮ শতাংশ রিটার্ন হিসাবে আপনার ১০ বছরে টাকার অঙ্ক গিয়ে দাঁড়াবে ৩ লক্ষ ৯ হাজার টাকায়।
আরও এক ধরনের এসআইপি রয়েছে। যাকে বলা হয় স্টেপ আপ এসআইপি। অর্থাৎ, প্রতি ১ বছর অন্তর একটা নির্দিষ্ট অঙ্কের টাকা বেশি জমা হয় এই ধরনের এসআইপিতে। যদি ১০ বছরের জন্য গড়ে ১২ শতাংশও রিটার্ন আসে, তাহলে বার্ষিক ১০ শতাংশ স্টেপ আপ করলে আপনার মোট রিটার্ন দাঁড়ায় ৩ লক্ষ ২৬ হাজার টাকায়।
আবার এই বিনিয়োগ কোনও স্মল ক্যাপ ফান্ডে যদি করা হয়, যেখানে গড়ে ১৮ শতাংশ রিটার্ন আশা করা যায়, সেই ক্ষেত্রে এই একই বিনিয়োগে রিটার্ন দাঁড়াবে ৪ লক্ষ ৩৩ হাজার টাকা।
তাহলে দেখলেন তো, মাত্র ১ হাজার বিনিয়োগে কত টাকা পাবেন আপনি? এবার আপনার ইচ্ছা কোন জায়গায়, কত টাকা আপনি বিনিয়োগ করবেন।