
পরপর একাধিক ধাক্কা কাড়িয়ে যখন ভারতের শেয়ার বাজার ঘুরে দাঁড়াচ্ছে তখন একটা প্রশ্ন আসতেই পারে, গত কয়েক বছরে কোন কোন মিউচুয়াল ফান্ড দারুণ রিটার্ন দিয়েছে? মিউচুয়াল ফান্ড রিসার্চার ACE MF-এর তথ্য বলছে, গত তিন বছরে একাধিক ইক্যুইটি ফান্ড রয়েছে যারা তাদের বেঞ্চমার্ককে দারুণ ভাবে হারিয়ে দিয়েছে। আর এই হিসাব করতে গেলে আপনাকে জানতে হবে ‘আপ ক্যাপচার রেশিও’।
‘আপ-ক্যাপচার রেশিও’ হল সেই অনুপাত যেখানে বোঝা যায় কোনও মিউচুয়াল ফান্ড তার বেঞ্চমার্ক সূচকের অনুপাতে ঠিক কেমন কাজ করছে। এই অনুপাতকে ১০০ দিয়ে গুণ করে বের করা হয় আপ-ক্যাপচার রেশিও। যদি আপ-ক্যাপচার রেশিও ১০০ হয় তবে বুঝতে হবে ওই ফান্ড আর তার বেঞ্চমার্ক সূচকের রিটার্ন প্রায় একই। আর ১০০ পেরিয়ে গেলেই ওই ফান্ড হারিয়ে দেবে বেঞ্চমার্ককে।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।