Investment, Mutual Funds: কোন কোন মিউচুয়াল ফান্ড দারুণ রিটার্ন দিয়েছে জানেন?

Mutual Funds, Best Returns: মিউচুয়াল ফান্ড রিসার্চার ACE MF-এর তথ্য বলছে, গত তিন বছরে একাধিক ইক্যুইটি ফান্ড রয়েছে যারা তাদের বেঞ্চমার্ককে দারুণ ভাবে হারিয়ে দিয়েছে। আর এই হিসাব করতে গেলে আপনাকে জানতে হবে 'আপ ক্যাপচার রেশিও'।

Investment, Mutual Funds: কোন কোন মিউচুয়াল ফান্ড দারুণ রিটার্ন দিয়েছে জানেন?

Oct 03, 2025 | 8:53 PM

পরপর একাধিক ধাক্কা কাড়িয়ে যখন ভারতের শেয়ার বাজার ঘুরে দাঁড়াচ্ছে তখন একটা প্রশ্ন আসতেই পারে, গত কয়েক বছরে কোন কোন মিউচুয়াল ফান্ড দারুণ রিটার্ন দিয়েছে? মিউচুয়াল ফান্ড রিসার্চার ACE MF-এর তথ্য বলছে, গত তিন বছরে একাধিক ইক্যুইটি ফান্ড রয়েছে যারা তাদের বেঞ্চমার্ককে দারুণ ভাবে হারিয়ে দিয়েছে। আর এই হিসাব করতে গেলে আপনাকে জানতে হবে ‘আপ ক্যাপচার রেশিও’।

আপ-ক্যাপচার রেশিও কী?

‘আপ-ক্যাপচার রেশিও’ হল সেই অনুপাত যেখানে বোঝা যায় কোনও মিউচুয়াল ফান্ড তার বেঞ্চমার্ক সূচকের অনুপাতে ঠিক কেমন কাজ করছে। এই অনুপাতকে ১০০ দিয়ে গুণ করে বের করা হয় আপ-ক্যাপচার রেশিও। যদি আপ-ক্যাপচার রেশিও ১০০ হয় তবে বুঝতে হবে ওই ফান্ড আর তার বেঞ্চমার্ক সূচকের রিটার্ন প্রায় একই। আর ১০০ পেরিয়ে গেলেই ওই ফান্ড হারিয়ে দেবে বেঞ্চমার্ককে।

শীর্ষে যে ৭ মিউচুয়াল ফান্ড:

  • বন্ধন স্মল ক্যাপ ফান্ড এই তালিকায় প্রথম স্থানে। এর আপ-ক্যাপচার রেশিও ১৫৪.১০। অর্থাৎ, এই মিউচুয়াল ফান্ড তার বেঞ্চমার্কের চেয়ে ১.৫৪ গুণ বেশি রিটার্ন দিয়েছে।
  • দ্বিতীয় স্থানে রয়েছে ইনভেস্কো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড। আপ-ক্যাপচার রেশিও ১৪৯.৭৬।
  • তৃতীয় স্থানে রয়েছে ইনভেস্কো ইন্ডিয়া স্মলক্যাপ ফান্ড, যার আপ-ক্যাপচার রেশিও ১৪০.৭৬। ইনভেস্কোর দুটি ফান্ড যথাক্রমে ১.৪৯ গুণ এবং ১.৪০ গুণ বেশি রিটার্ন দিয়েছে।
  • তালিকায় এর পরই রয়েছে জেএম ভ্যালু ফান্ড। এই ফান্ডের আপ-ক্যাপচার রেশিও ১৩৯.৩৪।
  • মোতিলাল অসওয়াল ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ডের অনুপাত ১৩৭.৭৫। এই ট্যাক্স সেভার ফান্ডটি বেঞ্চমার্কের চেয়ে ১.৩৭ গুণ বেশি লাভ এনে দিয়েছে।
  • এছাড়াও, WOC মিড ক্যাপ ফান্ডের আপ-ক্যাপচার রেশিও ১৩৭.৪১ ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ ফান্ডের আপ-ক্যাপচার রেশিও ১৩৬.৭০।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।