৮ হাজার কোটির বিনিয়োগ, Coca-Cola আর Pepsi-কে হারাতে বিরাট প্ল্যান Ambani-র!

Campa Cola: এবার আরও বড় ধামাকার জন্য প্রস্তুত হচ্ছে ক্যাম্পা। আগামী ১২ থেকে ১৫ মাসের মধ্যে ৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে তারা।

৮ হাজার কোটির বিনিয়োগ, Coca-Cola আর Pepsi-কে হারাতে বিরাট প্ল্যান Ambani-র!
অম্বানির নজরে পেপসি, কোকাকোলা

Jun 19, 2025 | 2:46 PM

১৯৯১ সালে মনোমোহন সিংয়ের হাত ধরে ভারতীয় অর্থনীতির লিবেরালাইজেশনের পর ভারতের বাজার দখল করে কোকাকোলা ও পেপসিকো। ধীরে ধীরে ভারতের বাজার থেকে মিলিয়ে যেতে থাকে ক্যাম্পা। তারপর ২০২৩ সালের মার্চ মাসে রিলায়েন্সের হাত ধরে ফের আত্মপ্রকাশ করে ক্যাম্পা কোলা। আর এবার কোক বা পেপসির প্রায় অর্ধেক দামে বাজারে এসেই হইচই ফেলে দেয় ক্যাম্পা।

এবার আরও বড় ধামাকার জন্য প্রস্তুত হচ্ছে ক্যাম্পা। ইতিমধ্যেই ক্যাম্পা কোলা ছাড়াও রাস্কিক ও স্পিনারের মতো ঠান্ডা পানীয় ব্র্যান্ড রয়েছে রিলায়েন্সের। আর তারা এই সেগমেন্টে আগামী ১২ থেকে ১৫ মাসের মধ্যে ৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে যাতে সংস্থাটির ক্ষমতা বৃদ্ধি পায়।

একটি সংবাদসংস্থা সূত্রে খবর, রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড ১০ থেকে ১২টি কারখানা নিয়ে কাজ করছে। আর এর ফলে শুধুমাত্র প্রতিযোগিতায় কোকাকোলা ও পেপসিকে মাত করবে ক্যাম্পা, এমন নয়। অনেক সস্তা, স্থানীয় ঠান্ডা পানীয় ব্র্যান্ডকেও টার্গেট করছে তারা।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে গুয়াহাটির স্থানীয় সংস্থা জেরিকোর সহযোগিতায় একটি নতুন প্ল্যান্ট তৈরি করেছে রিলায়েন্স। এ ছাড়াও বিহারেও তারা নয়া একটি প্রজেক্ট তৈরি করছে।