Investment Plan: মাসে মাত্র ২১০ টাকা করে বিনিয়োগ করুন, অবসরের পর মাসে পেনশন পাবেন ৫ হাজার টাকা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 14, 2023 | 8:19 AM

Atal Pension Yojana:  অটল পেনশন যোজনা হল একটি সরকারি বিনিয়োগ প্রকল্প, যেখানে সমাজের সকল শ্রেণির মানুষই বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগে ক্ষতির ঝুঁকিও কম থাকে। এই বিনিয়োগ প্রকল্পে আপনি মাসে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন।

Investment Plan: মাসে মাত্র ২১০ টাকা করে বিনিয়োগ করুন, অবসরের পর মাসে পেনশন পাবেন ৫ হাজার টাকা
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সঞ্চয় অত্য়ন্ত জরুরি। সঠিক জায়গায় বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়া যায়। চিন্তা থাকে না আর ভবিষ্যৎ নিয়ে। যদি আপনিও প্রতি মাসে পেনশন বাবদ ৫ হাজার টাকা উপার্জন করতে চান, তবে বিনিয়োগ করতে পারেন অটল পেনশন যোজনায়। এই সরকারি প্রকল্পে ন্যূনতম বিনিয়োগ করেই ভাল রিটার্ন পেতে পারেন।

অটল পেনশন যোজনা হল একটি সরকারি বিনিয়োগ প্রকল্প, যেখানে সমাজের সকল শ্রেণির মানুষই বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগে ক্ষতির ঝুঁকিও কম থাকে। এই বিনিয়োগ প্রকল্পে আপনি মাসে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন। সরকার প্রতি বছরে ১ হাজার টাকা বা বিনিয়োগকারী জমা দেওয়া অর্থের ৫০ শতাংশ বিনিয়োগ করেন। ১৮ বছর থেকে ৪০ বছর বয়সীরা এই প্রকল্পে টাকা রাখতে পারেন।

বিনিয়োগের হিসাব-

যদি আপনি ১৮ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেন, তবে মাসে মাত্র ২১০ টাকা করে বিনিয়োগ করলেই প্রকল্পের মেয়াদ শেষে প্রতি মাসে ৫ হাজার টাকা করে পেনশন পাবেন। যারা ৪০ বছর বয়সে বিনিয়োগ শুরু করছেন, তাদের ৫ হাজার টাকা করে রিটার্ন বা পেনশন পাওয়ার জন্য প্রতি মাসে ১৪৫৪ টাকা করে রাখতে হবে। ৪০ বছর বয়সে বিনিয়োগ শুরু করলে, ৬০ বছর অবধি এই প্রকল্পে বিনিয়োগ করতে হবে।

Next Article