নয়া দিল্লি: ভবিষ্যৎ সুরক্ষিত করতে সঞ্চয় প্রয়োজন। আর সঞ্চয়ের জন্য বিনিয়োগ তো করতেই হবে। কিন্তু বিনিয়োগ করতে অনেকেই ভয় পান আর্থিক ঝুঁকির জন্য। সেক্ষেত্রে বিনিয়োগের সুরক্ষিত অপশন হল পোস্ট অফিসের বিভিন্ন স্কিম। সরকারি প্রকল্প হওয়ায়, এতে আর্থিক ঝুঁকি যেমন থাকে না। তেমনই আবার ভাল রিটার্ন-ও মেলে। পোস্ট অফিসের স্কিমে টাকা জমা রেখে কীভাবে লাখপতি হতে পারেন, জানেন?
পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের মধ্যে অন্যতম হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্পে সুদের হার ৭.১ শতাংশ। এই প্রকল্পের আরও একটি সুবিধা হল খুব কম টাকা থেকেই বিনিয়োগ করা যায়। মাত্র ৫০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায় এই প্রকল্পে। সর্বাধিক দেড় লক্ষ টাকা অবধি বিনিয়োগ করা যায়।
পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমিয়ে লাখপতি হওয়ার জন্য দিনে অল্প পরিমাণ টাকা জমা রাখলেই হয়। ধরুন, আপনি প্রতিদিন ২৫০ টাকা করে জমাচ্ছেন, মাস শেষে ৭৫০০ টাকা বিনিয়োগ করছেন পোস্ট অফিস স্কিমে। অর্থাৎ ১২ মাসে ৯০ হাজার টাকা জমা রাখছেন। এইভাবে যদি ১৫ বছর টাকা জমাতে পারেন এবং ৭.১ শতাংশই সুদের হার থাকে, তবে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা জমা রেখে আপনি ১৫ বছর বাদে রিটার্ন পাবেন ২৪ লক্ষ ৪০ হাজার টাকারও বেশি।