
সারাজীবন ধরে জমিয়ে জমিয়ে ধরুন কয়েক কোটি টাকা জমিয়ে ফেলেছেন আপনি। কিন্তু ওই টাকার মূল্যমান যে হুড়মুড়িয়ে কমছে তা জানেন তো? ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রবণতা লক্ষ করে সেই সতর্কবার্তাই দিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। ফলে, অবসরকালীন তহবিল তৈরির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তাঁরা।
যদি কেউ আগামী ২০ বছরে কোটি টাকা জমিয়েও ফেলেন তাহলে সে সময় ওই টাকা আজকের ২৫ লক্ষ ৮৫ হাজার টাকার সমান। এই ক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে মুদ্রাস্ফীতির হার ৭ শতাংশ। ফলে সমস্ত পণ্য ও পরিষেবার দামও বাড়বে।
ধরা যাক, আজ আপনার বাজার-দোকান করতে আজকের দিনে খরচ হয় মাসে ২০ হাজার টাকা। সেই খরচ আজ থেকে ২০ বছর পর গিয়ে দাঁড়াতে পারে প্রায় ৭৮ হাজার টাকায়। কোনও রোগের চিকিৎসা বাবদ আজকের দিকে যদি ৫ লক্ষ টাকা খরচ হয় সেটা ২০ বছর পর গিয়ে দাঁড়াতে পারে প্রায় ২০ লক্ষ টাকায়।
তবে, সংবাদ সংস্থা ও বিভিন্ন জার্নালের তথ্য অনুযায়ী ভারতে হেলথকেয়ার সেক্টরে মুদ্রাস্ফীতি ১২ থেকে ১৪ শতাংশ। আমরা হিসাবের সুবিধার খাতিরে তা ১৩ শতাংশ ধরে নিলেও এই সংখ্যা সাধারণ মুদ্রাস্ফীতির তুলনায় প্রায় দ্বিগুণ। ফলে, আজকের ৫ লক্ষের চিকিৎসা খরচ ২০ বছর পর অনায়াসে ৫৮ লক্ষ ছুঁয়ে ফেলতে পারে।
আর এই কারণেই ফিক্সড ডিপোজিট বা বিভিন্ন বিমায় লগ্নি করে বছরে ৭ থেকে ৮ শতাংশ রিটার্ন পাওয়া যায় তা আদপেও নিরাপদ নিয়ে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। আর এই কারণেই এই ধরণের বিনিয়োগের পাশাপাশি নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী স্টক, মিউচুয়াল ফান্ড বা সোনায় বিনিয়োগের পরামর্ষ দেন বিশেষজ্ঞরা।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।