
বাজারে এসেছে আইফোনের নতুন মডেল। আইফোন ১৭, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স। আইফোন সিরিজের দাম শুরু হচ্ছে ৮২ হাজারের আশপাশ থেকে। আর স্বল্পমেয়াদী সুখের জন্য জন্য বহু মানুষ ইএমআইয়ের মাধ্যমে আইফোন কেনার দিকে ঝুঁকছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই একই টাকা প্রতি মাসে বিনিয়োগ করলে আপনার ভবিষ্যতের ছবিটাই পাল্টে যেতে পারে।
ট্রেডজিনির চিফ অপারেটিং অফিসার, ত্রিবেশ ডি বলছেন যে এই টাকা এসআইপিতে রাখাই বুদ্ধিমানের কাজ।
একটা সহজ হিসাব শুনবেন? যদি ৮২ হাজারের আইফোন ১৭-এর বেস মডেল কেউ ২ বছরের ইএমআইতে নেয়, তাহলে তার মাসিক ৪ হাজার ৬০ টাকা খরচ হবে। এই টাকা কেউ ২ বছরের জন্য বিনিয়োগ করে তাহলে ২ বছর শেষে ১ লক্ষ ১০ হাজার টাকার মতো পাওয়া যাবে। অর্থাৎ, ফোন কেনার আনন্দটা বাদ দিলে ২ বছরে আপনার লাভ হবে ২৮ হাজার টাকা।
আবার ১ লক্ষ ৯০ হাজারের আইফোন ১৭ প্রো ম্যাক্সের ১ টিবি ভ্যারিয়েন্ট কেউ যদি কেনে তাহলে ২ বছরের ইএমআইতে মাসিক ৯ হাজার ৩০০ টাকা খরচ হবে। আর এই টাকা বিনিয়োগ করলে ২ বছর শেষে তা ২ লক্ষ ৫১ হাজার টাকায় পরিণত হবে। আর এই ক্ষেত্র ধরলে লাভের অঙ্ক দাঁড়ায় ৬১ হাজার টাকা।
ত্রিবেশ ডি বলছেন, তাৎক্ষণিক আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু বিনিয়োগের ফলে একটা দীর্ঘস্থায়ী সম্পদ লাভ হয়। তিনি পরামর্শ দিয়েছেন যে নতুন বিনিয়োগকারীরা ফ্লেক্সি-ক্যাপ বা মাল্টি-ক্যাপ ফান্ডে বিনিয়োগ করতে পারেন। অন্যদিকে, যারা একটু ভারসাম্যযুক্ত ঝুঁকি নিতে চান, তারা অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড বেছে নিতে পারেন। এই ধরনের ফান্ডে ইক্যুইটি ও ডেট, দুই ধরনের সিকিওরিটিজে বিনিয়োগ করে। ফলে, বাজারের ওঠাপড়ার মধ্যেই এই ফান্ডের বৃদ্ধি স্থিতিশীল থাকে।