iPhone 17: আইফোন না কিনে সেই টাকায় বিদেশ যাবেন নাকি?

iPhone Or Travelling: একটা ফোনের পিছনে এত টাকা খরচ না করে, এই বাজেটে কিন্তু ঘুরে আসা যায় একাধিক দেশ। আপনি এমন অবস্থায় পড়লে কী করবেন, সেটা অবশ্যই আপনার ব্যাপার। কিন্তু কোন কোন দেশ ঘুরতে যাওয়া যায় এই টাকায়?

iPhone 17: আইফোন না কিনে সেই টাকায় বিদেশ যাবেন নাকি?
Image Credit source: Frank Bienewald/LightRocket via Getty Images

Oct 21, 2025 | 1:46 PM

আজকের দিনে দামি কোনও গ্যাজেট কেনা মানে, অনেকেই অ্যাপেলের প্রোডাক্ট কেনেন। যেমন ধরুন আইফোন। যদিও অনেকেই আবার লোন নিয়েও এই ধরনের ফোন কিনে থাকেন। আইফোন ১৭-এর বেস মডেলের দাম মোটামুটি ৮০ থেকে ৮৫ হাজার টাকার মধ্যে। কিন্তু এই ফোন কেউ কতদিন ব্যোবহার করেন? মেরে কেটে ৩ বছর। কিন্তু এমন একটা ফোনের পিছনে এত টাকা খরচ না করে, এই বাজেটে কিন্তু ঘুরে আসা যায় একাধিক দেশ। আপনি এমন অবস্থায় পড়লে কী করবেন, সেটা অবশ্যই আপনার ব্যাপার। কিন্তু কোন কোন দেশ ঘুরতে যাওয়া যায় এই টাকায়?

বাজেট মাত্র ৮০ হাজার থেকে ৮৫ হাজার টাকার মধ্যে। এই খরচের মধ্যেই থাকবে যাওয়া ও ফেরার ফ্লাইট, হোটেল ও স্থানীয় এলাকায় ঘোরার সমস্ত খরচ।

  • থাইল্যান্ড: পাঁচ দিনের থাইল্যান্ড ট্রিপের জন্য কিন্তু খরচ হবে ৮০ হাজার টাকার থেকেও কম। এখানকার স্ট্রিট ফুড অত্যন্ত সস্তা, দিনে হয়তো ৩০০ থেকে ৮০০ টাকার মধ্যে খাওয়া হোয়ে যাবে। এ ছাড়াও কলকাতা থেকে সরাসরি বিমানও পাওয়া যায়।
  • শ্রীলঙ্কা: ৮০ হাজারের মধ্যে ৬ দিনের শ্রীলঙ্কা ট্রিপ কিন্তু হয়ে যায়। এই দেশে যাওয়ার জন্য বিমানে খরচ হতে পারে ১৫ হাজার থেকে ২৫ হাজারের মধ্যে। এ ছাড়াও সেখানে থাকা, খাওয়া ও ঘোরা নিয়ে ৮০ হাজারের মধ্যে হয়েই যায়।
  • নেপাল: ভারতের ঠিক যেন কাঁধের উপর বা হিমালয়ের কোলে বসে থাকা নেপালে যাওয়ার খরচ কিন্তু বেশ কম। ৪০ হাজার থেকে ৫০ হাজারের মধ্যেই কিন্তু নেপাল ঘোরা হয়ে যাবে। এ ছাড়াও যাঁরা অ্যাডভেঞ্চার ভালবাসেন তাঁদের জন্য নেপাল একেবারে স্বর্গরাজ্য। এখানের অন্নপূর্ণা বেস ক্যাম্প বা এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক খুবই বিখ্যাত। ভারত থেকে ফ্লাইটে ১০ হাজার থেকে ১৫ হাজারের মধ্যেই কাঠমাণ্ডু পৌঁছে যাওয়া যায়।
  • ভিয়েতনাম ও কম্বোডিয়া: এই দুই দেশেই ৮০ হাজার টাকা বাজেটের মধ্যে ৭ দিনের ছুটি কাটানো সম্ভব। ভিয়েতনামে ২০ হাজার থেকে ৩৫ হাজারের মধ্যে ফ্লাইট খরচ করেও আপনি হালং বে বা হ্যানয় কভার করতে পারবেন। অন্যদিকে, কম্বোডিয়ার আঙ্কর ভাট দেখতে ৭৫ হাজার টাকাই কিন্তু যথেষ্ট।

কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি ব্যাঙ্কক বা কাঠমাণ্ডুর সরাসরি ফ্লাইট রয়েছে। এই কারণেই লে ওভারের ঝামেলা কমে যায়। ফলে, ৮০ হাজারের আইফোন নাকি সেই টাকায় বিদেশ ভ্রমণ, সে পছন্দ আপনারই। কিন্তু ওই যে আগেই বলেছি, একটা ফোন হয়তো ৩ বছর চলবে। কিন্তু বিদেশভ্রমণ থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করবেন আপনি তা চিরকাল থেকে যাবে আপনার মনের মণিকোঠায়।