
চলতি অর্থবর্ষের প্রথমার্ধে বাজিমাত ভারতের। ২০২৫-২৬ অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বরে মাসের মধ্যে অ্যাপেল ভারতে তৈরি প্রায় ১০ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৮৮ হাজার ৭০০ কোটি টাকা মূল্যের আইফোন বিদেশে রফতানি করেছে। যা গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বেশি।
ভারতের এই সাফল্যের মূল মন্ত্র কী? আইফোন রফতানিতে চিনকে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে আমাদের দেশ। আর পিছনে রয়েছে উৎপাদন-ভিত্তিক ইনসেনটিভ বা PLI স্কিম। এছাড়াও নতুন দুটি কারখানাও এই বৃদ্ধিতে সাহায্য করেছে। উল্লেখ্য, সম্প্রতি হোসুরে কারখানা খুলেছে টাটা ইলেক্ট্রনিক্স আর বেঙ্গালুরুতে কারখানা তৈরি করেছে ফক্সকন। এই নয়া দুই কারখানার কথা ধরলে বর্তমানে ভারতের মোট ৫টি কারখানায় আইফোন তৈরি করে অ্যাপেল।
তবে, এত কিছুর মধ্যেও শুধু সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান সবচেয়ে বেশি চমকে দেওয়ার মতো। এই এক মাসে ১.২৫ বিলিয়ন ডলার মূল্যের আইফোন রফতানি করা হয়েছে বিদেশে। শতাংশের বিচারে যা গত বছরের তুলনায় ১৫৫ শতাংশ বেশি। এর ফলে চলতি অর্থবর্ষের প্রথম ৫ মাসেই অর্থাৎ, এপ্রিল থেকে অগস্টের মধ্যে ভারত থেকে সমস্ত ধরনের স্মার্টফোন রফতানি ১ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।
এইবারই প্রথম অ্যাপেল তাদের প্রো ও প্রো ম্যাক্স মডেল সহ সমস্ত নতুন মডেলই ভারত থকে রফতানি করছে। ফলে, গোটা বিশ্বের উৎপাদনের মানচিত্র ভারত যে তার জায়গা পাকা করে নিয়েছে, এটাই তার প্রমাণ। দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই মাইলফলককে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে বলেছেন, “মেড ইন ভারত। বিশ্বব্যাপী ভরসাযোগ্য।” এই রফতানিতে শুধুমাত্র অ্যাপেল লাভবান হয়েছে এমন নয়। এতে লাভবান হয়েছে আমাদের দেশ ও বিরাট জয় হয়েছে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের।